০৯:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪, ২ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

গার্মেন্টস কর্মীর স্ত্রী কে গলা কেটে হত্যা, গ্রেফতার মূলহোতা

  • আপডেট: ০১:২৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪
  • 13

ঢাকার আশুলিয়া এলাকায় ছুরি দিয়ে গলা কেটে সুমাইয়া আক্তার (২৪) নামে এক তরুণীকে হত্যাকাণ্ডের মূলহোতা শহিদুল ইসলাম বিদ্যুৎ (৩২) গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার রাতে তাকে আশুলিয়া থেকে গ্রেফতার করা হয়।

বুধবার (২৬ জুন) এ তথ্য জানিয়েছেন র‌্যাব-৪ এর সিপিসি-২ নবীনগর ক্যাম্পের কর্মকর্তা সাজ্জাদুর রহমান।

র‍্যাব জানায়, এক বছর ধরে সুমাইয়াকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন শহিদুল। প্রস্তাব প্রত্যাখ্যান করায় মঙ্গলবার দুপুরে সুমাইয়ার কক্ষে প্রবেশ করে ধারালো ছুরি দিয়ে তার গলা কেটে দেন শহিদুল। মৃত্যু নিশ্চিত হলে শহিদুল নিজ ঘরে চলে যান এবং ভেতরে দরজা আটকে বসে থাকেন।

গ্রেফতারকৃত শহিদুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবকে জানিয়েছে, তিনি রংপুর জেলার বদরগঞ্জ থানার বিজয়নগর এলাকার বাসিন্দা। নিহতের স্বামী পেশায় আশুলিয়ার একজন গার্মেন্টস কর্মী হওয়ায় সুমাইয়া আক্তার গত এক বছর যাবৎ তার স্বামী মাসুদ রানা ও ২ বছরের কন্যাসহ আশুলিয়ার ভাদাইল পূর্বপাড়া তালতলা এলাকার একটি বাড়িতে ভাড়ায় বসবাস করে আসছিল। বেশ কিছু দিন ধরে একই বাড়ির ভাড়াটিয়া শহিদুল বিভিন্ন সময়ে কুপ্রস্তাব দিলেও নিহত তরুণী তাতে অস্বীকৃতি জানায়। যার ফলে তার প্রতি ক্ষুব্ধ হয়ে তাকে হত্যা করেন শহিদুল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :
সর্বাধিক পঠিত

গার্মেন্টস কর্মীর স্ত্রী কে গলা কেটে হত্যা, গ্রেফতার মূলহোতা

আপডেট: ০১:২৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪

ঢাকার আশুলিয়া এলাকায় ছুরি দিয়ে গলা কেটে সুমাইয়া আক্তার (২৪) নামে এক তরুণীকে হত্যাকাণ্ডের মূলহোতা শহিদুল ইসলাম বিদ্যুৎ (৩২) গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার রাতে তাকে আশুলিয়া থেকে গ্রেফতার করা হয়।

বুধবার (২৬ জুন) এ তথ্য জানিয়েছেন র‌্যাব-৪ এর সিপিসি-২ নবীনগর ক্যাম্পের কর্মকর্তা সাজ্জাদুর রহমান।

র‍্যাব জানায়, এক বছর ধরে সুমাইয়াকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন শহিদুল। প্রস্তাব প্রত্যাখ্যান করায় মঙ্গলবার দুপুরে সুমাইয়ার কক্ষে প্রবেশ করে ধারালো ছুরি দিয়ে তার গলা কেটে দেন শহিদুল। মৃত্যু নিশ্চিত হলে শহিদুল নিজ ঘরে চলে যান এবং ভেতরে দরজা আটকে বসে থাকেন।

গ্রেফতারকৃত শহিদুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবকে জানিয়েছে, তিনি রংপুর জেলার বদরগঞ্জ থানার বিজয়নগর এলাকার বাসিন্দা। নিহতের স্বামী পেশায় আশুলিয়ার একজন গার্মেন্টস কর্মী হওয়ায় সুমাইয়া আক্তার গত এক বছর যাবৎ তার স্বামী মাসুদ রানা ও ২ বছরের কন্যাসহ আশুলিয়ার ভাদাইল পূর্বপাড়া তালতলা এলাকার একটি বাড়িতে ভাড়ায় বসবাস করে আসছিল। বেশ কিছু দিন ধরে একই বাড়ির ভাড়াটিয়া শহিদুল বিভিন্ন সময়ে কুপ্রস্তাব দিলেও নিহত তরুণী তাতে অস্বীকৃতি জানায়। যার ফলে তার প্রতি ক্ষুব্ধ হয়ে তাকে হত্যা করেন শহিদুল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।