১২:২১ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

মোস্তাফিজ প্রথমবার আইএল টি-টোয়েন্টিতে, খেলবেন সাকিবের দলে

  • আপডেট: ০৪:৫১:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • 110

এশিয়া কাপের জন্য নিজেকে প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছেন মোস্তাফিজুর রহমান। এর মাঝেই সুখবর পেয়েছেন এই টাইগার পেসার। প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি-টোয়েন্টি) সুযোগ পেয়েছেন তিনি। যেখানে জাতীয় দলের সতীর্থ সাকিব আল হাসানকে পাশে পাচ্ছেন মোস্তাফিজ।

আসন্ন টুর্নামেন্টে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলবেন বাংলাদেশি পেসার। মঙ্গলবার (১২ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট এই বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

ইংল্যান্ডের বাঁহাতি পেসার লুক উডের বদলি হিসেবে সুযোগ পেয়েছেন মোস্তাফিজ। দুবাই কয়ড়ায়ে সতীর্থ হিসেবে দুষ্মন্ত চামিরা, গুলবাদিন নাইব, রোভম্যান পাওয়েলদের পাচ্ছেন তিনি।

সবশেষ আইপিএলেও বদলি হিসেবে খেলেছিলেন ২৯ বছর বয়সী পেসার। দিল্লিতে অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার মিচেল স্টার্কের বদলি হয়ে খেলেছিলেন মোস্তাফিজ।

আইপিএল বাদে আরো তিনটি বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন তিনি। সেসব হচ্ছে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল), পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও ভাইটালিটি ব্লাস্টে। সব মিলিয়ে দেশের বাইরে আইএল টি-টোয়েন্টি মোস্তাফিজের পঞ্চম ফ্র্যাঞ্চাইজি লিগ।

আগামী ২ ডিসেম্বর শুরু হবে টুর্নামেন্টটি। তার আগে আগামী মাসের ৩০ সেপ্টেম্বর হবে আসরের নিলাম। আইএল টি-টোয়েন্টির সময় আবার বিপিএল হওয়ার কথা রয়েছে। সেদিক থেকে মুস্তাফিজ বিসিবির এনওসি পাবেন কি না, তা নিয়ে শঙ্কা রয়েছে।

Tag :
সর্বাধিক পঠিত

দেশ আর কখনো স্বৈরশাসনের পথে ফিরবে না: ড. ইউনূস

মোস্তাফিজ প্রথমবার আইএল টি-টোয়েন্টিতে, খেলবেন সাকিবের দলে

আপডেট: ০৪:৫১:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫

এশিয়া কাপের জন্য নিজেকে প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছেন মোস্তাফিজুর রহমান। এর মাঝেই সুখবর পেয়েছেন এই টাইগার পেসার। প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি-টোয়েন্টি) সুযোগ পেয়েছেন তিনি। যেখানে জাতীয় দলের সতীর্থ সাকিব আল হাসানকে পাশে পাচ্ছেন মোস্তাফিজ।

আসন্ন টুর্নামেন্টে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলবেন বাংলাদেশি পেসার। মঙ্গলবার (১২ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট এই বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

ইংল্যান্ডের বাঁহাতি পেসার লুক উডের বদলি হিসেবে সুযোগ পেয়েছেন মোস্তাফিজ। দুবাই কয়ড়ায়ে সতীর্থ হিসেবে দুষ্মন্ত চামিরা, গুলবাদিন নাইব, রোভম্যান পাওয়েলদের পাচ্ছেন তিনি।

সবশেষ আইপিএলেও বদলি হিসেবে খেলেছিলেন ২৯ বছর বয়সী পেসার। দিল্লিতে অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার মিচেল স্টার্কের বদলি হয়ে খেলেছিলেন মোস্তাফিজ।

আইপিএল বাদে আরো তিনটি বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন তিনি। সেসব হচ্ছে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল), পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও ভাইটালিটি ব্লাস্টে। সব মিলিয়ে দেশের বাইরে আইএল টি-টোয়েন্টি মোস্তাফিজের পঞ্চম ফ্র্যাঞ্চাইজি লিগ।

আগামী ২ ডিসেম্বর শুরু হবে টুর্নামেন্টটি। তার আগে আগামী মাসের ৩০ সেপ্টেম্বর হবে আসরের নিলাম। আইএল টি-টোয়েন্টির সময় আবার বিপিএল হওয়ার কথা রয়েছে। সেদিক থেকে মুস্তাফিজ বিসিবির এনওসি পাবেন কি না, তা নিয়ে শঙ্কা রয়েছে।