১২:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪, ১ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

গৌরীপুরে ইসরাইলের বিরুদ্ধে গণহত্যা বন্ধের দাবীতে প্রতিবাদ

  • আপডেট: ০৪:৪২:৩১ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪
  • 27

ফাইল ছবি

ফিলিস্তিনের পক্ষে গর্জে উঠো বাংলাদেশ’ শ্লোগানে ময়মনসিংহের গৌরীপুরে প্রগতিশীল সংগঠনসমূহের উদ্যোগে ফিলিস্তিনে গণহত্যার বন্ধের দাবীতে একটি প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশ থেকে গাজা উপত্যকায় দখলদার ইসরাইল বাহিনী কর্তৃক নিরীহ ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যা ও পৃথিবীব্যাপী বিস্তৃত ইসরাইল-মার্কিন কর্তৃক গণহত্যাবিরোধী আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছে এসব প্রগতিশীল সংগঠনসমূহ।

প্রতিবাদে সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষক সমিতি গৌরীপুর উপজেলা শাখার সভাপতি মজিবুর রহমান ফকির। সঞ্চালনা করেন উদীচী গৌরীপুর শাখা সংসদের সভাপতি ওবায়দুর রহমান।

বক্তব্য রাখেন সিপিবি গৌরীপুর উপজেলা শাখার সম্পাদক হারুন আল বারী, কৃষক সমিতির সহসভাপতি তোফাজ্জল হোসেন হেলিম, সাধারণ সম্পাদক রিয়াজুল হাসনাত, উপজেলা ক্ষেতমজুর সমিতির সম্পাদক আব্দুল লতিফ, উদীচী শ্যামগঞ্জ শাখার সভাপতি ডা. মোহাম্মদ শহীদুল্লাহ, ছাত্র ইউনিয়ন গৌরীপুর শাখার সভাপতি আলী হোসেন প্রমুখ।

এদিকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি দুর্গাপুর উপজেলা কমিটির আয়োজনে সারা দেশের ন্যায় দুর্গাপুরেও, ফিলিস্তিনের ওপর ইসরাইলের আগ্রাসনবিরোধী এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে প্রেস ক্লাব মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সিপিবি উপজেলা কমিটির মোরশেদ আলমের সঞ্চালনায়, বক্তব্য দেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির নেতা ডা. দিবালোক সিংহ, সিপিবি উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীর, সাবেক সম্পাদক শামছুল আলম খান, প্রেস ক্লাব সম্পাদক জামাল তালুকদার, উপজেলা যুব ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম, ছাত্র ইউনিয়ন সভাপতি নুরে আলম প্রমুখ। এদিকে এ কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সংহতি জ্ঞাপন করে অংশ নিয়েছেন।

Tag :
সর্বাধিক পঠিত

গৌরীপুরে ইসরাইলের বিরুদ্ধে গণহত্যা বন্ধের দাবীতে প্রতিবাদ

আপডেট: ০৪:৪২:৩১ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪

ফিলিস্তিনের পক্ষে গর্জে উঠো বাংলাদেশ’ শ্লোগানে ময়মনসিংহের গৌরীপুরে প্রগতিশীল সংগঠনসমূহের উদ্যোগে ফিলিস্তিনে গণহত্যার বন্ধের দাবীতে একটি প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশ থেকে গাজা উপত্যকায় দখলদার ইসরাইল বাহিনী কর্তৃক নিরীহ ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যা ও পৃথিবীব্যাপী বিস্তৃত ইসরাইল-মার্কিন কর্তৃক গণহত্যাবিরোধী আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছে এসব প্রগতিশীল সংগঠনসমূহ।

প্রতিবাদে সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষক সমিতি গৌরীপুর উপজেলা শাখার সভাপতি মজিবুর রহমান ফকির। সঞ্চালনা করেন উদীচী গৌরীপুর শাখা সংসদের সভাপতি ওবায়দুর রহমান।

বক্তব্য রাখেন সিপিবি গৌরীপুর উপজেলা শাখার সম্পাদক হারুন আল বারী, কৃষক সমিতির সহসভাপতি তোফাজ্জল হোসেন হেলিম, সাধারণ সম্পাদক রিয়াজুল হাসনাত, উপজেলা ক্ষেতমজুর সমিতির সম্পাদক আব্দুল লতিফ, উদীচী শ্যামগঞ্জ শাখার সভাপতি ডা. মোহাম্মদ শহীদুল্লাহ, ছাত্র ইউনিয়ন গৌরীপুর শাখার সভাপতি আলী হোসেন প্রমুখ।

এদিকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি দুর্গাপুর উপজেলা কমিটির আয়োজনে সারা দেশের ন্যায় দুর্গাপুরেও, ফিলিস্তিনের ওপর ইসরাইলের আগ্রাসনবিরোধী এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে প্রেস ক্লাব মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সিপিবি উপজেলা কমিটির মোরশেদ আলমের সঞ্চালনায়, বক্তব্য দেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির নেতা ডা. দিবালোক সিংহ, সিপিবি উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীর, সাবেক সম্পাদক শামছুল আলম খান, প্রেস ক্লাব সম্পাদক জামাল তালুকদার, উপজেলা যুব ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম, ছাত্র ইউনিয়ন সভাপতি নুরে আলম প্রমুখ। এদিকে এ কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সংহতি জ্ঞাপন করে অংশ নিয়েছেন।