০৫:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪, ১ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপি’র সমাবেশ শুরু

  • আপডেট: ১১:০০:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪
  • 20

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে খালেদা জিয়ার মুক্তির সমাবেশ শুরু হয়েছে। দুপুর ২টা ৪৫ মিনিটে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরু হয়। এর আগে রাজধানীর নয়াপল্টনে দলটির সমাবেশস্থলে মিছিলে মিছিলে স্রোতের মতো নেতাকর্মীরা আসেন। লোকে লোকারণ্য হয়ে গেছে পুরো নয়াপল্টন এলাকা।

এদিকে সকাল থেকে আষাঢ়ের বৃষ্টি পড়লে এখন আর নেই। তবে নয়াপল্টনের আকাশ মেঘলা অবস্থায় দেখা যাচ্ছে।   গাজীপুর মহানগর নেতারা বিশাল বিশাল মিছিল নিয়ে, ব্যানার-ফেস্টুন নিয়ে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিয়ে সমাবেশস্থলে যাচ্ছে। অনেক দলীয় পতাকা গায়ে পরিহিত অবস্থায় ও মাথায় ব্যাজ ধারণ করেছে।

মঞ্চে ইতোমধ্যে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। দুপুরের পর থেকেই নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল পর্যন্ত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনের সড়ক দুটি বন্ধ হয়ে গেছে। নয়া পল্টন লোকে লোকারণ্য হয়ে গেছে।

বলা যায়, জাতীয় সংসদ নির্বাচনের আগে অর্থাৎ গত বছরের ২৮ অক্টোবরের মহাসমাবেশ ভণ্ডুল হওয়ার পর এটি বিএনপির বড় জমায়েত হতে যাচ্ছে। আজ নয়াপল্টনের সমাবেশে প্রধান অতিথি হিসেবে আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করবেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

নয়াপল্টন এলাকায় সড়কের মোড়গুলোতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যাচ্ছে। পুলিশের রায়াট কার, প্রিজন ভ্যান ও পিকআপ দেখা গেছে। এছাড়া সাদা পোশাকের আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপর রয়েছে।

Tag :
সর্বাধিক পঠিত

বিএনপি’র সমাবেশ শুরু

আপডেট: ১১:০০:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে খালেদা জিয়ার মুক্তির সমাবেশ শুরু হয়েছে। দুপুর ২টা ৪৫ মিনিটে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরু হয়। এর আগে রাজধানীর নয়াপল্টনে দলটির সমাবেশস্থলে মিছিলে মিছিলে স্রোতের মতো নেতাকর্মীরা আসেন। লোকে লোকারণ্য হয়ে গেছে পুরো নয়াপল্টন এলাকা।

এদিকে সকাল থেকে আষাঢ়ের বৃষ্টি পড়লে এখন আর নেই। তবে নয়াপল্টনের আকাশ মেঘলা অবস্থায় দেখা যাচ্ছে।   গাজীপুর মহানগর নেতারা বিশাল বিশাল মিছিল নিয়ে, ব্যানার-ফেস্টুন নিয়ে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিয়ে সমাবেশস্থলে যাচ্ছে। অনেক দলীয় পতাকা গায়ে পরিহিত অবস্থায় ও মাথায় ব্যাজ ধারণ করেছে।

মঞ্চে ইতোমধ্যে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। দুপুরের পর থেকেই নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল পর্যন্ত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনের সড়ক দুটি বন্ধ হয়ে গেছে। নয়া পল্টন লোকে লোকারণ্য হয়ে গেছে।

বলা যায়, জাতীয় সংসদ নির্বাচনের আগে অর্থাৎ গত বছরের ২৮ অক্টোবরের মহাসমাবেশ ভণ্ডুল হওয়ার পর এটি বিএনপির বড় জমায়েত হতে যাচ্ছে। আজ নয়াপল্টনের সমাবেশে প্রধান অতিথি হিসেবে আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করবেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

নয়াপল্টন এলাকায় সড়কের মোড়গুলোতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যাচ্ছে। পুলিশের রায়াট কার, প্রিজন ভ্যান ও পিকআপ দেখা গেছে। এছাড়া সাদা পোশাকের আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপর রয়েছে।