০২:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪, ১ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

‘তুফান’ পাইরেসির শিকার, নেওয়া হবে কঠোর পদক্ষেপ

  • আপডেট: ০৯:১৯:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪
  • 27

দেশে-বিদেশে দাপট দেখাচ্ছে ‘তুফান’। মুক্তির কয়েক সপ্তাহ কেটে গেলেও হলে আগের মতোই দর্শক টানছে সিনেমাটি। এরইমধ্যে এলো দুঃসংবাদ। পাইরেসির শিকার ‘তুফান’। দেখা যাচ্ছে অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে।

জানা গেছে একাধিক অনলাইন প্ল্যাটফর্মে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে ছবিটি। তবে অধিকাংশ লিংকই ডাউন করে দেওয়া। তারপরও সচল রয়েছে কিছু প্ল্যাটফর্মে।

এ নিয়ে ছবিটির প্রযোজনা সংস্থা আলফা আইয়ের কর্ণধার শাহরিয়ার শাকিল সংবাদমাধ্যমকে বলেন, ‘তুফান এমন ধরনের সিনেমা, যেটি হলে বসে দেখাই শ্রেয়। আর, মুক্তির প্রথম দিন থেকেই পাইরেসি ঠেকাতে আমাদের একটা দক্ষ টিম কাজ করছে। অনলাইনে যেসব প্ল্যাটফর্মে টুকটাক পাইরেটেড কপি এসেছিল সেগুলো তারা ইতিমধ্যে ডাউন করে দিয়েছে। এরপরও সিনেমাটি যদি কোথাও অনলাইনে আসে, সাথেসাথেই তারা সেটার বিষয়ে কাজ করছে। পাইরেসি যে-ই করুক না কেন, তাঁর বিরুদ্ধে আমরা কঠোর পদক্ষেপ নেব।’

পৃথিবীর ১৬টি দেশে একযোগে বইছে ‘তুফান’। গত ৫ জুন মুক্তি পায় ভারতে। মুক্তির তিন সপ্তাহে ছবিটি আয়ের ঝুলিতে তুলে নিয়েছে ৩৫ কোটি টাকা।
৫ জুলাই ভারতে মুক্তি পেয়েছে ‘তুফান’। সিনেমাটির নির্মাণ করেছেন রায়হান রাফী। নব্বই দশকের গ্যাংস্টারের গল্প দেখা গেছে এ ছবিতে। শাকিবের বিপরীতে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী ও মাসুমা রহমান নাবিলা। আরও দেখা গেছে মিশা সওদাগর, গাজী রাকায়েত, সুমন আনোয়ার, ফজলুর রহমান বাবু, সালাহউদ্দিন লাভলু, চঞ্চল চৌধুরীসহ অনেককে।

Tag :
সর্বাধিক পঠিত

‘তুফান’ পাইরেসির শিকার, নেওয়া হবে কঠোর পদক্ষেপ

আপডেট: ০৯:১৯:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪

দেশে-বিদেশে দাপট দেখাচ্ছে ‘তুফান’। মুক্তির কয়েক সপ্তাহ কেটে গেলেও হলে আগের মতোই দর্শক টানছে সিনেমাটি। এরইমধ্যে এলো দুঃসংবাদ। পাইরেসির শিকার ‘তুফান’। দেখা যাচ্ছে অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে।

জানা গেছে একাধিক অনলাইন প্ল্যাটফর্মে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে ছবিটি। তবে অধিকাংশ লিংকই ডাউন করে দেওয়া। তারপরও সচল রয়েছে কিছু প্ল্যাটফর্মে।

এ নিয়ে ছবিটির প্রযোজনা সংস্থা আলফা আইয়ের কর্ণধার শাহরিয়ার শাকিল সংবাদমাধ্যমকে বলেন, ‘তুফান এমন ধরনের সিনেমা, যেটি হলে বসে দেখাই শ্রেয়। আর, মুক্তির প্রথম দিন থেকেই পাইরেসি ঠেকাতে আমাদের একটা দক্ষ টিম কাজ করছে। অনলাইনে যেসব প্ল্যাটফর্মে টুকটাক পাইরেটেড কপি এসেছিল সেগুলো তারা ইতিমধ্যে ডাউন করে দিয়েছে। এরপরও সিনেমাটি যদি কোথাও অনলাইনে আসে, সাথেসাথেই তারা সেটার বিষয়ে কাজ করছে। পাইরেসি যে-ই করুক না কেন, তাঁর বিরুদ্ধে আমরা কঠোর পদক্ষেপ নেব।’

পৃথিবীর ১৬টি দেশে একযোগে বইছে ‘তুফান’। গত ৫ জুন মুক্তি পায় ভারতে। মুক্তির তিন সপ্তাহে ছবিটি আয়ের ঝুলিতে তুলে নিয়েছে ৩৫ কোটি টাকা।
৫ জুলাই ভারতে মুক্তি পেয়েছে ‘তুফান’। সিনেমাটির নির্মাণ করেছেন রায়হান রাফী। নব্বই দশকের গ্যাংস্টারের গল্প দেখা গেছে এ ছবিতে। শাকিবের বিপরীতে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী ও মাসুমা রহমান নাবিলা। আরও দেখা গেছে মিশা সওদাগর, গাজী রাকায়েত, সুমন আনোয়ার, ফজলুর রহমান বাবু, সালাহউদ্দিন লাভলু, চঞ্চল চৌধুরীসহ অনেককে।