১২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪, ২ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

মার্কিন নির্বাচনের আগে সৌদি-ইসরাইল সম্পর্ক সুযোগ হাতছাড়া

  • আপডেট: ১২:২৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪
  • 23

আগামী মার্কিন নির্বাচনের আগে সৌদি-ইসরাইল সম্পর্ক স্বাভাবিকীকরণের সুযোগ হাতছাড়া হয়ে গেছে ক্ষমতাসীন বাইডেন প্রশাসনের। বুধবার (১০ জুলাই) দু’জন মার্কিন কর্মকর্তা টাইমস অফ ইসরাইলকে এই আভাস দেন।

এক ডেমোক্র্যাটিক এমপি এবং রিপাবলিকান সিনেটের এক সিনিয়র সহকারী বুধবার টাইমস অফ ইসরাইলকে বলেছেন, স্বাভাবিকীকরণ চুক্তিটি সবসময়ই একটি জটিল বিষয় হিসেবে বিবেচিত হতো। কারণ, একদিকে সৌদি দাবি করছে, যেন স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের পথ খোলা থাকে। অপরদিকে, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ ধরনের পরিকল্পনাকে প্রত্যাখ্যান করে আসছেন। তবুও মার্কিন যুক্তরাষ্ট্র সৌদি আরবের সাথে তার নিজস্ব প্রতিরক্ষা চুক্তির সমান্তরালে স্বাভাবিকীকরণ চুক্তিকে এগিয়ে নিতে চেয়েছে। তবে সেজন্য সিনেট অনুমোদনের প্রয়োজন।

তারা আরো জানান, প্রতিরক্ষা চুক্তি অনুমোদনের জন্য শুনানির প্রয়োজন। কিন্তু সেজন্য কংগ্রেসনাল ক্যালেন্ডারে পর্যাপ্ত সময় বাকি নেই। তাই সৌদি-ইসরাইল সম্পর্ক স্বাভাবিকীকরণের সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে বাইডেন প্রশাসনের।

প্রকৃতপক্ষে, নির্বাচনের আগ পর্যন্ত শেষবারের মতো ২৭ সেপ্টেম্বর অবসর হওয়ার আগে মার্কিন সিনেটের অধিবেশন চলছে এমন চার সপ্তাহেরও কম সময় আছে। এই সময়ের মধ্যে আগস্ট মাস অন্তর্ভুক্ত থাকে। তখন কংগ্রেস শুধুমাত্র দুই দিনের জন্য খোলা থাকে।

সূত্র : টাইমস অফ ইসরাইল

Tag :
সর্বাধিক পঠিত

মার্কিন নির্বাচনের আগে সৌদি-ইসরাইল সম্পর্ক সুযোগ হাতছাড়া

আপডেট: ১২:২৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪

আগামী মার্কিন নির্বাচনের আগে সৌদি-ইসরাইল সম্পর্ক স্বাভাবিকীকরণের সুযোগ হাতছাড়া হয়ে গেছে ক্ষমতাসীন বাইডেন প্রশাসনের। বুধবার (১০ জুলাই) দু’জন মার্কিন কর্মকর্তা টাইমস অফ ইসরাইলকে এই আভাস দেন।

এক ডেমোক্র্যাটিক এমপি এবং রিপাবলিকান সিনেটের এক সিনিয়র সহকারী বুধবার টাইমস অফ ইসরাইলকে বলেছেন, স্বাভাবিকীকরণ চুক্তিটি সবসময়ই একটি জটিল বিষয় হিসেবে বিবেচিত হতো। কারণ, একদিকে সৌদি দাবি করছে, যেন স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের পথ খোলা থাকে। অপরদিকে, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ ধরনের পরিকল্পনাকে প্রত্যাখ্যান করে আসছেন। তবুও মার্কিন যুক্তরাষ্ট্র সৌদি আরবের সাথে তার নিজস্ব প্রতিরক্ষা চুক্তির সমান্তরালে স্বাভাবিকীকরণ চুক্তিকে এগিয়ে নিতে চেয়েছে। তবে সেজন্য সিনেট অনুমোদনের প্রয়োজন।

তারা আরো জানান, প্রতিরক্ষা চুক্তি অনুমোদনের জন্য শুনানির প্রয়োজন। কিন্তু সেজন্য কংগ্রেসনাল ক্যালেন্ডারে পর্যাপ্ত সময় বাকি নেই। তাই সৌদি-ইসরাইল সম্পর্ক স্বাভাবিকীকরণের সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে বাইডেন প্রশাসনের।

প্রকৃতপক্ষে, নির্বাচনের আগ পর্যন্ত শেষবারের মতো ২৭ সেপ্টেম্বর অবসর হওয়ার আগে মার্কিন সিনেটের অধিবেশন চলছে এমন চার সপ্তাহেরও কম সময় আছে। এই সময়ের মধ্যে আগস্ট মাস অন্তর্ভুক্ত থাকে। তখন কংগ্রেস শুধুমাত্র দুই দিনের জন্য খোলা থাকে।

সূত্র : টাইমস অফ ইসরাইল