বদলি করা হয়েছে আনার হত্যার তদন্ত কর্মকর্তাসহ ২৩ জনে কে

  • আপডেট: ০৫:১৬:১২ পূর্বাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪
  • 27

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত তদারক কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পুলিশের ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) শাহিদুর রহমানকে বদলি করা হয়েছে।

রোববার (২ জুন) পুলিশ সদর দপ্তরের এক আদেশে তাকে বরিশাল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) পদে বদলি করা হয়েছে।

এডিসি শাহিদুর রহমান বর্তমানে এমপি আনার হত্যার তদন্তে নেপালে যাওয়া ডিবির প্রতিনিধি দলের সঙ্গে আছেন।

এডিসি শাহিদুর যখন নেপালে, তখনই পুলিশ সদর দপ্তর থেকে তার বদলির প্রজ্ঞাপন হলো। একই প্রজ্ঞাপনে আরও ২২ কর্মকর্তাকে বদলি করেছে পুলিশ সদর দপ্তর।

কলকাতায় গিয়ে এমপি আনার নিখোঁজের পর থেকেই ডিবি কর্মকর্তা শাহিদুর ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিলেন। তদন্তের কাজে ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে কলকাতাতেও গিয়েছিলেন এই এডিসি।

ঠিক কী কারণে তাকে বদলি করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে সংশ্লিষ্টরা বলছেন, এটি নিয়মিত বদলি।

Tag :

বদলি করা হয়েছে আনার হত্যার তদন্ত কর্মকর্তাসহ ২৩ জনে কে

আপডেট: ০৫:১৬:১২ পূর্বাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত তদারক কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পুলিশের ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) শাহিদুর রহমানকে বদলি করা হয়েছে।

রোববার (২ জুন) পুলিশ সদর দপ্তরের এক আদেশে তাকে বরিশাল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) পদে বদলি করা হয়েছে।

এডিসি শাহিদুর রহমান বর্তমানে এমপি আনার হত্যার তদন্তে নেপালে যাওয়া ডিবির প্রতিনিধি দলের সঙ্গে আছেন।

এডিসি শাহিদুর যখন নেপালে, তখনই পুলিশ সদর দপ্তর থেকে তার বদলির প্রজ্ঞাপন হলো। একই প্রজ্ঞাপনে আরও ২২ কর্মকর্তাকে বদলি করেছে পুলিশ সদর দপ্তর।

কলকাতায় গিয়ে এমপি আনার নিখোঁজের পর থেকেই ডিবি কর্মকর্তা শাহিদুর ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিলেন। তদন্তের কাজে ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে কলকাতাতেও গিয়েছিলেন এই এডিসি।

ঠিক কী কারণে তাকে বদলি করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে সংশ্লিষ্টরা বলছেন, এটি নিয়মিত বদলি।