০৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪, ২ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

আমরা কোটা সংস্কার আন্দোলনের পরিস্থিতি সম্পর্কে অবগত ও উদ্বেগ: জাতিসঙ্ঘ

  • আপডেট: ০১:১১:৩২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪
  • 17

মুখপাত্র স্টিফেন ডুজারিক - ফাইল ছবি

বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে জাতিসঙ্ঘ।

জাতিসঙ্ঘ মহাসচিবের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র স্টিফেন ডুজারিক এ কথা জানান। ব্রিফিং এ তার কাছে বাংলাদেশের চলমান কোটা আন্দোলন নিয়ে জানতে চাওয়া হয়।

ডুজারিক বলেন, ‘আমরা পরিস্থিতি সম্পর্কে অবগত। উদ্বেগ নিয়েই গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। আমি মনে করি, বাংলাদেশসহ বিশ্বের অন্য সব জায়গায় মানুষের শান্তিপূর্ণ প্রতিবাদ করার অধিকার রয়েছে।’

‘শান্তিপূর্ণ প্রতিবাদ করা মৌলিক মানবাধিকার। বাংলাদেশ সরকারের উচিত মানুষের এ অধিকার নিশ্চিত করা,’ বলেন তিনি।

ডুজারিক বলেন, ‘যেকোনো হুমকি ও সংঘাত থেকে প্রতিবাদকারীদের রক্ষা করার উদ্যোগ নিতে আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানাই।’

মোবাইল ইন্টারনেট সার্ভিস ব্যাহত
ঢাকার বিভিন্ন এলাকায় মোবাইলে ইন্টারনেট ব্যবহারে সমস্যায় পড়েছে মানুষ। দুপুরের পর থেকে মোবাইলে ইন্টারনেটের গতি কমে গেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়ও দুপুর থেকে ব্যাহত ছিল ইন্টারনেট সার্ভিস।

বিবিসি বাংলার সংবাদদাতারা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মোবাইল ইন্টারনেট ব্যবহার করা যাচ্ছে না। ফেইসবুক ও ম্যাসেঞ্জার ও ব্যবহার করা যাচ্ছে না।

ক্যাম্পাসে ইন্টারনেটের ধীরগতির কারণে কোনো ধরনের পোস্ট, ছবি, ভিডিও পোস্ট করা যাচ্ছে না বলে জানিয়েছেন তারা।

সূত্র : বিবিসি

Tag :
সর্বাধিক পঠিত

আমরা কোটা সংস্কার আন্দোলনের পরিস্থিতি সম্পর্কে অবগত ও উদ্বেগ: জাতিসঙ্ঘ

আপডেট: ০১:১১:৩২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪

বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে জাতিসঙ্ঘ।

জাতিসঙ্ঘ মহাসচিবের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র স্টিফেন ডুজারিক এ কথা জানান। ব্রিফিং এ তার কাছে বাংলাদেশের চলমান কোটা আন্দোলন নিয়ে জানতে চাওয়া হয়।

ডুজারিক বলেন, ‘আমরা পরিস্থিতি সম্পর্কে অবগত। উদ্বেগ নিয়েই গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। আমি মনে করি, বাংলাদেশসহ বিশ্বের অন্য সব জায়গায় মানুষের শান্তিপূর্ণ প্রতিবাদ করার অধিকার রয়েছে।’

‘শান্তিপূর্ণ প্রতিবাদ করা মৌলিক মানবাধিকার। বাংলাদেশ সরকারের উচিত মানুষের এ অধিকার নিশ্চিত করা,’ বলেন তিনি।

ডুজারিক বলেন, ‘যেকোনো হুমকি ও সংঘাত থেকে প্রতিবাদকারীদের রক্ষা করার উদ্যোগ নিতে আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানাই।’

মোবাইল ইন্টারনেট সার্ভিস ব্যাহত
ঢাকার বিভিন্ন এলাকায় মোবাইলে ইন্টারনেট ব্যবহারে সমস্যায় পড়েছে মানুষ। দুপুরের পর থেকে মোবাইলে ইন্টারনেটের গতি কমে গেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়ও দুপুর থেকে ব্যাহত ছিল ইন্টারনেট সার্ভিস।

বিবিসি বাংলার সংবাদদাতারা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মোবাইল ইন্টারনেট ব্যবহার করা যাচ্ছে না। ফেইসবুক ও ম্যাসেঞ্জার ও ব্যবহার করা যাচ্ছে না।

ক্যাম্পাসে ইন্টারনেটের ধীরগতির কারণে কোনো ধরনের পোস্ট, ছবি, ভিডিও পোস্ট করা যাচ্ছে না বলে জানিয়েছেন তারা।

সূত্র : বিবিসি