১২:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪, ১ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

শিক্ষার্থীরা এক দফার ঘোষণা দিয়ে রাজপথ ছাড়লেন

  • আপডেট: ০২:৫৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪
  • 23

সরকারের পদত্যাগের এক দফা ঘোষণা দিয়ে রাজপথ ছেড়েছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করা শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এক দফা ঘোষণার পর শাহবাগে অবস্থান নেয় তারা। সেখানে কিছু সময় অবস্থানের পর রাজপথ ছাড়েন শিক্ষার্থীরা।

এর আগে শনিবার সন্ধ্যার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগে আসেন শিক্ষার্থীরা। সেখানে তারা নানা ধরনের স্লোগান দেন। তারও আগে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন কোটাবিরোধী আন্দোলন করা শিক্ষার্থীরা। সেখানে সরকারের পদত্যাগের এক দফা ঘোষণার পর শাহবাগ আসেন তারা।

শাহবাগ চৌরাস্তায় অবস্থান নিয়ে হাজারো আন্দোলনকারী স্লোগান নানা দেন। সন্ধ্যার পর তারা চলে যান। আন্দোলনে অংশ নেওয়া লোকজন জানান, তারা আগামীকাল ঘোষিত কর্মসূচিতে অংশ নেবেন। রোববার থেকে আন্দোলনকারীরা অসহযোগ আন্দোলনের কর্মসূচি পালন করবেন।

শিক্ষার্থীদের শাহাবাগে অবস্থানের ফলে সন্ধ্যা থেকে পল্টন থেকে ধানমন্ডিগামী যানবাহন বন্ধ হয়ে যায়। এছাড়া ধানমন্ডি থেকে কোন বড় যানবাহন শাহবাগ এলাকা থেকে পল্টনের দিকে যেতে পারছে না।

Tag :
সর্বাধিক পঠিত

শিক্ষার্থীরা এক দফার ঘোষণা দিয়ে রাজপথ ছাড়লেন

আপডেট: ০২:৫৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪

সরকারের পদত্যাগের এক দফা ঘোষণা দিয়ে রাজপথ ছেড়েছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করা শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এক দফা ঘোষণার পর শাহবাগে অবস্থান নেয় তারা। সেখানে কিছু সময় অবস্থানের পর রাজপথ ছাড়েন শিক্ষার্থীরা।

এর আগে শনিবার সন্ধ্যার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগে আসেন শিক্ষার্থীরা। সেখানে তারা নানা ধরনের স্লোগান দেন। তারও আগে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন কোটাবিরোধী আন্দোলন করা শিক্ষার্থীরা। সেখানে সরকারের পদত্যাগের এক দফা ঘোষণার পর শাহবাগ আসেন তারা।

শাহবাগ চৌরাস্তায় অবস্থান নিয়ে হাজারো আন্দোলনকারী স্লোগান নানা দেন। সন্ধ্যার পর তারা চলে যান। আন্দোলনে অংশ নেওয়া লোকজন জানান, তারা আগামীকাল ঘোষিত কর্মসূচিতে অংশ নেবেন। রোববার থেকে আন্দোলনকারীরা অসহযোগ আন্দোলনের কর্মসূচি পালন করবেন।

শিক্ষার্থীদের শাহাবাগে অবস্থানের ফলে সন্ধ্যা থেকে পল্টন থেকে ধানমন্ডিগামী যানবাহন বন্ধ হয়ে যায়। এছাড়া ধানমন্ডি থেকে কোন বড় যানবাহন শাহবাগ এলাকা থেকে পল্টনের দিকে যেতে পারছে না।