ভারতের লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। ভোটগণনার শুরুর দিকে বিজেপি ৪০টি আসনে এগিয়ে থাকলেও পরে বিরোধী জোট ইন্ডিয়ার এগিয়ে থাকা আসনের সংখ্যা ক্রমশই বাড়ছে।
নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, লোকসভা আসনের বিচারে রাজনৈতিকভাবে সবচেয়ে প্রভাবশালী রাজ্য উত্তর প্রদেশের ৮০টি আসনের মধ্যে বিরোধী ইনডিয়া জোট এগিয়ে আছে ৪২টি আসনে (এসপি ৩৪ ও কংগ্রেস ৮টি)। আর বিজেপির জোট এনডিএ এগিয়ে আছে ৩৮টি আসনে (বিজেপি ৩৬ ও আরএলডি দুটি আসনে)। আর আজাদ সমাজ পার্টি একটি আসনে এগিয়ে আছে। শেখ খবর পাওয়া পর্যন্ত এখনো ভোটগণনা চলছে।
বিজেপির তারকা প্রার্থীদের মধ্যে অন্যতম স্মৃতি ইরানী তার প্রতিদ্বন্দ্বী ও কংগ্রেস প্রার্থী কিশোরী লালের চেয়ে পিছিয়ে আছেন।
ভারতের রাজ্যগুলোর মধ্যে সবচেয়ে জনবহুল উত্তর প্রদেশে লোকসভার আসন সংখ্যা ৮০টি হওয়ার এটি সবসময় মনোযোগের কেন্দ্রে থাকে।
২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি এই ৮০টি আসনের মধ্যে ৬২টিতে জয় পেয়েছিল। বাকি আসনগুলোর মধ্যে বিএসপি পেয়েছিল ১০টি আর সমাজবাদী পার্টি পাঁচটি। ওই নির্বাচনে বিএসপি ও সমাজবাদী পার্টি জোট বেঁধেছিল।
এবারের নির্বাচনে সরকারবিরোধী জোট ইন্ডিয়ার অধীনে সমাজবাদী পার্টি ও কংগ্রেস একযোগে আর বিএসপি নিজেদের মতো করে নির্বাচনী লড়াইয়ে নেমেছে।