সোমবার থেকে টিকিট বিক্রি শুরু, ১৫ আগস্ট থেকে ট্রেন চলাচল,

  • আপডেট: ০২:০৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪
  • 39

আগামী ১৫ আগস্ট (বৃহস্পতিবার) থেকে সারাদেশে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হবে। এছাড়া আগামীকাল সোমবার বিকেল ৫টা থেকে শুরু হবে টিকিট বিক্রি।

রোববার (১১ আগস্ট) বিকেলে এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মো: নাহিদ হাসান খান বিষয়টি জানান।

এতে আরো জানানো হয়, আগামীকাল (১২ আগস্ট) থেকে মালবাহী ট্রেন, ১৩ আগস্ট থেকে মেইল, এক্সপ্রেস, লোকাল, কমিউটার ট্রেন চলাচল করবে। তবে পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেনের চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।

ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী সহিংসতার মধ্যে গত ১৮ জুলাই বিকেল থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল রেল কর্তৃপক্ষ। পরে গত ১ আগস্ট থেকে সীমিত আকারে ট্রেন চলাচল শুরু হলেও, তিন দিন পর আবারো তা বন্ধ হয়ে যায়।

Tag :

সোমবার থেকে টিকিট বিক্রি শুরু, ১৫ আগস্ট থেকে ট্রেন চলাচল,

আপডেট: ০২:০৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪

আগামী ১৫ আগস্ট (বৃহস্পতিবার) থেকে সারাদেশে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হবে। এছাড়া আগামীকাল সোমবার বিকেল ৫টা থেকে শুরু হবে টিকিট বিক্রি।

রোববার (১১ আগস্ট) বিকেলে এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মো: নাহিদ হাসান খান বিষয়টি জানান।

এতে আরো জানানো হয়, আগামীকাল (১২ আগস্ট) থেকে মালবাহী ট্রেন, ১৩ আগস্ট থেকে মেইল, এক্সপ্রেস, লোকাল, কমিউটার ট্রেন চলাচল করবে। তবে পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেনের চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।

ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী সহিংসতার মধ্যে গত ১৮ জুলাই বিকেল থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল রেল কর্তৃপক্ষ। পরে গত ১ আগস্ট থেকে সীমিত আকারে ট্রেন চলাচল শুরু হলেও, তিন দিন পর আবারো তা বন্ধ হয়ে যায়।