চাঁদের মাটি সংগ্রহ করে পৃথিবীর পথে ছাংএ্য-৬

  • আপডেট: ০৩:৫৮:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪
  • 27

বেইজিং সময় মঙ্গলবার ভোর ৭টা ৩৮ মিনিটে, ছাংএ্য-৬-এর ‘অ্যাসেন্ডার’ অংশটি, চাঁদের মাটির নমুনা সংগ্রহ করে, পূর্বপরিকল্পিতভাবে উড্ডয়ন করে এবং চাঁদের কক্ষপথে অবস্থানরত ‘রিএন্ট্রি ক্যাপসুল’-এর সাথে সংযুক্ত হয়।

এটি ছিল চাঁদের ‘অন্ধকার অংশ’ থেকে নমুনা নিয়ে পৃথিবীর কোনো চন্দ্রযানের প্রথম উড্ডয়ন। বিজ্ঞানীদের ভাষ্য অনুসারে, চাঁদের ‘অন্ধকার অংশের’ মাটির নমুনা, চাঁদ অনুসন্ধান কাজের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

ছাংএ্য-৬ নতুন প্রযুক্তিতে নমুনা সংগ্রহে সময় নেয় ২০ ঘন্টার চেয়ে কম। পাশাপাশি, চন্দ্রযানের অনুসন্ধান যন্ত্রপাতি চাঁদের ব্যাপক তাপমাত্রার পরীক্ষায় উত্তীর্ণ হয়। সংশ্লিষ্ট এলাকায় আলো ও বিদ্যুতের অভাবসহ বিভিন্ন সমস্যা মোকাবিলা করে, চাঁদের নমুনা সংগ্রহ করেছে ছাংএ্য-৬।

নমুনা সংগ্রহের পর ছাংএ্য-৬ চীনের জাতীয় পতাকাও উত্তোলন করে। চাঁদের ‘অন্ধকার অংশের’ বা পৃথিবী থেকে দূরবর্তী অংশের নমুনা নিয়ে ছাংএ্য-৬ চন্দ্রযানের ‘রিএন্ট্রি ক্যাপসুল’ এখন পৃথিবীর পথে রয়েছে।

Tag :

চাঁদের মাটি সংগ্রহ করে পৃথিবীর পথে ছাংএ্য-৬

আপডেট: ০৩:৫৮:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪

বেইজিং সময় মঙ্গলবার ভোর ৭টা ৩৮ মিনিটে, ছাংএ্য-৬-এর ‘অ্যাসেন্ডার’ অংশটি, চাঁদের মাটির নমুনা সংগ্রহ করে, পূর্বপরিকল্পিতভাবে উড্ডয়ন করে এবং চাঁদের কক্ষপথে অবস্থানরত ‘রিএন্ট্রি ক্যাপসুল’-এর সাথে সংযুক্ত হয়।

এটি ছিল চাঁদের ‘অন্ধকার অংশ’ থেকে নমুনা নিয়ে পৃথিবীর কোনো চন্দ্রযানের প্রথম উড্ডয়ন। বিজ্ঞানীদের ভাষ্য অনুসারে, চাঁদের ‘অন্ধকার অংশের’ মাটির নমুনা, চাঁদ অনুসন্ধান কাজের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

ছাংএ্য-৬ নতুন প্রযুক্তিতে নমুনা সংগ্রহে সময় নেয় ২০ ঘন্টার চেয়ে কম। পাশাপাশি, চন্দ্রযানের অনুসন্ধান যন্ত্রপাতি চাঁদের ব্যাপক তাপমাত্রার পরীক্ষায় উত্তীর্ণ হয়। সংশ্লিষ্ট এলাকায় আলো ও বিদ্যুতের অভাবসহ বিভিন্ন সমস্যা মোকাবিলা করে, চাঁদের নমুনা সংগ্রহ করেছে ছাংএ্য-৬।

নমুনা সংগ্রহের পর ছাংএ্য-৬ চীনের জাতীয় পতাকাও উত্তোলন করে। চাঁদের ‘অন্ধকার অংশের’ বা পৃথিবী থেকে দূরবর্তী অংশের নমুনা নিয়ে ছাংএ্য-৬ চন্দ্রযানের ‘রিএন্ট্রি ক্যাপসুল’ এখন পৃথিবীর পথে রয়েছে।