বিশ্বের জন্য বৃহত্তম পারমাণবিক হুমকি যুক্তরাষ্ট্র

  • আপডেট: ০৩:৩৮:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪
  • 33

বিগত কয়েক বছর ধরেই যুক্তরাষ্ট্র চীনের পারমাণবিক কর্মসূচিকে ‘বিশ্বের জন্য হুমকি’ বলে প্রচার করে আসছে। বাস্তবে, খোদ যুক্তরাষ্ট্রই বিশ্বের জন্য সবচেয়ে বড় পারমাণবিক হুমকি।

বুধবার বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ মন্তব্য করেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং।

তিনি বলেন, চলতি বছরের মার্চে যুক্তরাষ্ট্রের গোপন পারমাণবিক কৌশল অনুমোদন করেন প্রেসিডেন্ট জো বাইডেন। এ থেকে বোঝা যায়, চীনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আসলে একটা অজুহাত মাত্র। যুক্তরাষ্ট্র এ অজুহাতকে ঢাল হিসেবে ব্যবহার করে, পারমাণবিক অস্ত্র হ্রাসের দায়িত্ব থেকে মুক্তি পেতে এবং নিজের পারমাণবিক অস্ত্রের ভান্ডার সমৃদ্ধ করতে চায়।

মুখপাত্র আরও বলেন, চীনের পারমাণবিক অস্ত্রের সাথে যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডারের তুলনা চলে না। চীন সীমিত আকারে পারমাণবিক অস্ত্র রেখেছে আত্মরক্ষার জন্য। আক্রান্ত না হলে, পারমাণবিক অস্ত্র ব্যবহার না করতেও চীন প্রতিশ্রুতিবদ্ধ। অন্যদিকে, যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম ও সবচেয়ে উন্নত পারমাণবিক অস্ত্রাগারের মালিক। সেই অস্ত্রাগার আরও সমৃদ্ধ করার প্রচেষ্টাও চালিয়ে যাচ্ছে এই দেশটি।

Tag :

বিশ্বের জন্য বৃহত্তম পারমাণবিক হুমকি যুক্তরাষ্ট্র

আপডেট: ০৩:৩৮:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪

বিগত কয়েক বছর ধরেই যুক্তরাষ্ট্র চীনের পারমাণবিক কর্মসূচিকে ‘বিশ্বের জন্য হুমকি’ বলে প্রচার করে আসছে। বাস্তবে, খোদ যুক্তরাষ্ট্রই বিশ্বের জন্য সবচেয়ে বড় পারমাণবিক হুমকি।

বুধবার বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ মন্তব্য করেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং।

তিনি বলেন, চলতি বছরের মার্চে যুক্তরাষ্ট্রের গোপন পারমাণবিক কৌশল অনুমোদন করেন প্রেসিডেন্ট জো বাইডেন। এ থেকে বোঝা যায়, চীনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আসলে একটা অজুহাত মাত্র। যুক্তরাষ্ট্র এ অজুহাতকে ঢাল হিসেবে ব্যবহার করে, পারমাণবিক অস্ত্র হ্রাসের দায়িত্ব থেকে মুক্তি পেতে এবং নিজের পারমাণবিক অস্ত্রের ভান্ডার সমৃদ্ধ করতে চায়।

মুখপাত্র আরও বলেন, চীনের পারমাণবিক অস্ত্রের সাথে যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডারের তুলনা চলে না। চীন সীমিত আকারে পারমাণবিক অস্ত্র রেখেছে আত্মরক্ষার জন্য। আক্রান্ত না হলে, পারমাণবিক অস্ত্র ব্যবহার না করতেও চীন প্রতিশ্রুতিবদ্ধ। অন্যদিকে, যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম ও সবচেয়ে উন্নত পারমাণবিক অস্ত্রাগারের মালিক। সেই অস্ত্রাগার আরও সমৃদ্ধ করার প্রচেষ্টাও চালিয়ে যাচ্ছে এই দেশটি।