০১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪, ২ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া গ্রেপ্তার

  • আপডেট: ০৩:৪৩:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪
  • 15

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়াকে গ্রেফতার করেছে র‌্যাব।

আজ বুধবার রাজধানীর মহাখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

খিলগাঁও থানার একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।

জানা গেছে, রাজধানীর মহাখালী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে খিলগাঁও থানায় নেওয়া হয়েছে। ওই থানায় দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হতে পারে বলে জানা গেছে।

এদিকে, আছাদুজ্জামান মিয়া এবং তার স্ত্রী ও তিন ছেলে-মেয়ের ‘হাজার কোটি টাকার অবৈধ সম্পদের’ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সেজন্য দুদকের উপপরিচালক মো. হুমায়ুন কবীরকে প্রধান করে দুই সদস্যের একটি কমিটি করা হয়েছে। কমিটির অপর সদস্য হলেন দুদকের সহকারী পরিচালক মো. আলিয়াজ হোসেন। গত ১৯ আগস্ট এই কমিটি গঠন করে দুদক।

Tag :
সর্বাধিক পঠিত

ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া গ্রেপ্তার

আপডেট: ০৩:৪৩:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়াকে গ্রেফতার করেছে র‌্যাব।

আজ বুধবার রাজধানীর মহাখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

খিলগাঁও থানার একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।

জানা গেছে, রাজধানীর মহাখালী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে খিলগাঁও থানায় নেওয়া হয়েছে। ওই থানায় দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হতে পারে বলে জানা গেছে।

এদিকে, আছাদুজ্জামান মিয়া এবং তার স্ত্রী ও তিন ছেলে-মেয়ের ‘হাজার কোটি টাকার অবৈধ সম্পদের’ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সেজন্য দুদকের উপপরিচালক মো. হুমায়ুন কবীরকে প্রধান করে দুই সদস্যের একটি কমিটি করা হয়েছে। কমিটির অপর সদস্য হলেন দুদকের সহকারী পরিচালক মো. আলিয়াজ হোসেন। গত ১৯ আগস্ট এই কমিটি গঠন করে দুদক।