নিজ কার্যালয়ে ক্রিকেটারদের অভ্যর্থনা জানালেন প্রধান উপদেষ্টা

  • আপডেট: ১১:৪৬:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪
  • 22

পাকিস্তান সফরে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর ফোনে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে শুভেচ্ছা জানিয়েছিলেন ড. মুহাম্মদ ইউনূস। এবার ক্রিকেটারদের নিজ কার্যালয়ে অভ্যর্থনা জানালেন অন্তর্বর্তীকালীন বাংলাদেশ সরকারের এই প্রধান উপদেষ্টা।

বৃহস্পতিবার হয় এই অভ্যর্থনা অনুষ্ঠানে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ, পরিচালক নাজমুল আবেদীন ফাহিম ও প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন।

পাকিস্তানের বিপক্ষে জয়কে ‘ঐতিহাসিক’ আখ্যা দেন ড. মুহাম্মদ ইউনুস। জাতীয় ক্রিকেট দলের এ জয় পুরো জাতিকে গর্বিত করেছে বলে মন্তব্য করে তিনি বলেন, ‘আমি অধিনায়কের সঙ্গে আগেই কথা বলেছিলাম। কিন্তু আপনাদের সবার সঙ্গে দেখা করার এবং দেশের সবার পক্ষ থেকে অভিনন্দন জানাতে ব্যাকুল হয়েছিলাম।

পাকিস্তান সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জেতে বাংলাদেশ। সেই স্মৃতিচারনায় সিরিজের কিছু ভিডিও ক্লিপ দেখেন তাঁরা। অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক শান্ত বলেন, ‘প্রত্যেক খেলোয়াড়ই এখানে আসতে পেরে খুশি। এটি আমাদের অনেক অনুপ্রাণিত করবে।

Tag :

নিজ কার্যালয়ে ক্রিকেটারদের অভ্যর্থনা জানালেন প্রধান উপদেষ্টা

আপডেট: ১১:৪৬:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪

পাকিস্তান সফরে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর ফোনে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে শুভেচ্ছা জানিয়েছিলেন ড. মুহাম্মদ ইউনূস। এবার ক্রিকেটারদের নিজ কার্যালয়ে অভ্যর্থনা জানালেন অন্তর্বর্তীকালীন বাংলাদেশ সরকারের এই প্রধান উপদেষ্টা।

বৃহস্পতিবার হয় এই অভ্যর্থনা অনুষ্ঠানে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ, পরিচালক নাজমুল আবেদীন ফাহিম ও প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন।

পাকিস্তানের বিপক্ষে জয়কে ‘ঐতিহাসিক’ আখ্যা দেন ড. মুহাম্মদ ইউনুস। জাতীয় ক্রিকেট দলের এ জয় পুরো জাতিকে গর্বিত করেছে বলে মন্তব্য করে তিনি বলেন, ‘আমি অধিনায়কের সঙ্গে আগেই কথা বলেছিলাম। কিন্তু আপনাদের সবার সঙ্গে দেখা করার এবং দেশের সবার পক্ষ থেকে অভিনন্দন জানাতে ব্যাকুল হয়েছিলাম।

পাকিস্তান সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জেতে বাংলাদেশ। সেই স্মৃতিচারনায় সিরিজের কিছু ভিডিও ক্লিপ দেখেন তাঁরা। অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক শান্ত বলেন, ‘প্রত্যেক খেলোয়াড়ই এখানে আসতে পেরে খুশি। এটি আমাদের অনেক অনুপ্রাণিত করবে।