হিন্দু মহাসভা বাংলাদেশ-ভারত ম্যাচ বন্ধ করতে ধর্মঘটের ডাক

  • আপডেট: ০৭:৫৫:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
  • 15

বাংলাদেশে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদ জানিয়ে আসছে ভারতের হিন্দু জাতীয়তবাদী দল হিন্দু মহাসভা। সে কারণে বাংলাদেশ-ভারত সিরিজ শুরুর আগ থেকেই নানাভাবে হুঁশিয়ারি ও হুমকি দিয়ে আসছিল দলটির নেতারা।

কিন্তু সেটা আমলে না নিয়ে নিরাপত্তা জোরদার করে সিরিজ চালিয়ে যায় ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। শুক্রবার থেকে কানপুরে শুরু হবে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্ট। এটা শেষে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। যার প্রথম ম্যাচ হবে মধ্য প্রদেশের গোয়ালিয়রে।

এবার গোয়ালিয়রে বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচকে সামনে রেখে আগামী ৬ অক্টোবর ‘গোয়ালিয়র বন্ধ’ তথা কঠোর কর্মসূচির ডাক দিয়েছে হিন্দু মহাসভা। আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) এই কর্মসূচির ডাক দেয় তারা।

Tag :

হিন্দু মহাসভা বাংলাদেশ-ভারত ম্যাচ বন্ধ করতে ধর্মঘটের ডাক

আপডেট: ০৭:৫৫:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪

বাংলাদেশে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদ জানিয়ে আসছে ভারতের হিন্দু জাতীয়তবাদী দল হিন্দু মহাসভা। সে কারণে বাংলাদেশ-ভারত সিরিজ শুরুর আগ থেকেই নানাভাবে হুঁশিয়ারি ও হুমকি দিয়ে আসছিল দলটির নেতারা।

কিন্তু সেটা আমলে না নিয়ে নিরাপত্তা জোরদার করে সিরিজ চালিয়ে যায় ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। শুক্রবার থেকে কানপুরে শুরু হবে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্ট। এটা শেষে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। যার প্রথম ম্যাচ হবে মধ্য প্রদেশের গোয়ালিয়রে।

এবার গোয়ালিয়রে বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচকে সামনে রেখে আগামী ৬ অক্টোবর ‘গোয়ালিয়র বন্ধ’ তথা কঠোর কর্মসূচির ডাক দিয়েছে হিন্দু মহাসভা। আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) এই কর্মসূচির ডাক দেয় তারা।