দিল্লির ‘ব্যাটিং স্বর্গে’ বাংলাদেশের বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালিয়েছেন ভারতের ব্যাটাররা, স্কোরবোর্ডে তুলেছেন ২২১ রান। অথচ সেই একই পিচে একেবারে ম্যাড়ম্যাড়ে পারফরম্যান্স বাংলাদেশের ব্যাটারদের। অরুন জেটলি স্টেডিয়ামের ব্যাটিংবান্ধব উইকেটে তাদের সংগ্রহ ‘মাত্র’ ১৩৫! এ নিয়ে বিভিন্ন মহলে বেশ সমালোচনাতেও পড়তে হয়েছে টাইগার ব্যাটারদের।
ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ দল যেভাবে বুক চেতিয়ে পারফর্ম করে, টি-টোয়েন্টিতে তার ছিটেফোঁটাও দেখাতে পারে না— লোকমুখে এমনটি প্রচলিতই হয়ে গেছে। আগের ম্যাচে তো সেই সত্যটা স্বীকার করেই নিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতের কাছে ৮৬ রানে হারের পর প্রায় একই সুরে কথা বললেন তাসকিন আহমেদ। ম্যাচ হারের কারণ হিসেবে ভালো না খেলাকেই দায়ী করলেন তিনি।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে এসে পেসার তাসকিন বললেন, বড় রান হওয়াতেই হেরে গিয়েছি।
টসে জিতে আগে বোলিং বেছে নেওয়া কি ভুল ছিল? তাসকিন অবশ্য তা মনে করেন না। পাওয়ার প্লেতে ভারতের রান ছিল ৩ উইকেটে মাত্র ৪৫। সেটি মনে করিয়ে তাসকিন বলেন, ‘দেখুন, পাওয়ার প্লেতে আমরা ভালো করেছি। দুর্ভাগ্যজনকভাবে স্পিনারদের খারাপ দিন গেছে। শিশির ছিল, বোলারদের বল গ্রিপ করতে সমস্যা হচ্ছিল। বড় রান হওয়ায় হেরে গিয়েছি। ১৮০ থেকে ১৯০-এর মধ্যে রাখা গেলেও রান তাড়া সম্ভব ছিল।’
দিল্লির উইকেট নিয়ে তাসকিন বলেন, আমরা জানতাম, দিল্লির উইকেটে অনেক রান হবে। কিন্তু আমরা ভালো ব্যাটিং করিনি। দুটি ম্যাচেই উইকেট ভালো ছিল। আমরাই ভালো খেলিনি।
তিন ম্যাচ সিরিজের দুটিতে হেরে ইতোমধ্যে টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া হয়েছে শান্ত বাহিনীর। আগামী শনিবার হায়দরাবাদে তাই হোয়াইটওয়াশ এড়ানোই আপাতত মূল লক্ষ্য টাইগারদের।