রাজধানীর মোহাম্মদপুর এলাকায় একটি বাসায় রাতের বেলা ঢুকে সেনাবাহিনী এবং র্যাবের পোশাক পরে ডাকাতির ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে।
রোববার (১৩ অক্টোবর) ভোররাতে অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাবের একটি ইউনিট। র্যাবের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করলেও বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়।
সূত্র জানায়, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। যাচাই-বাছাই শেষে বিস্তারিত আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
মোহাম্মদপুর থানার অপারেশন কর্মকর্তা হাফিজ আহমেদ তিনি বলেন, এমন একটা খবর আমরা জেনেছি। কিন্তু আমাদের এখনো আনুষ্ঠানিকভাবে আসামি হাতে তুলে দেওয়া হয়নি।
এর আগে গত শুক্রবার রাত তিনটার দিকে ঢাকার মোহাম্মদপুরে সেনাবাহিনী ও র্যাবের পোশাক পরে সংঘবদ্ধ ডাকাত দল একটি বাসায় ঢুকে ৭৫ লাখ টাকা ও ৭০ ভরি স্বর্ণালংকার লুট করে। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগামাধ্যমে ছড়িয়ে পড়েছে।