০৮:২৩ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তান যাচ্ছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী

  • আপডেট: ০৭:৩২:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
  • 21

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর।

পাকিস্তান সফরে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। মঙ্গলবার (১৫ অক্টোবর) দেশটিতে পৌঁছাবেন তিনি।

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) নামে একটি আঞ্চলিক জোটের বৈঠকে অংশ নিবেন তিনি। সেখানে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের ডিনারে যোগ দেবেন জয়শঙ্কর। এর মাধ্যমে গত প্রায় ১০ বছরের মধ্যে প্রথমবারের মতো কোনো ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী হিসেবে পাকিস্তানে যাচ্ছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, সব ঠিক থাকলে ২০১৫ সালের পর কোনো ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার পাকিস্তানে যাবেন। এসসিও সম্মেলনে যোগ দিতে জয়শঙ্কর আজই ইসলামাবাদে পৌঁছাবেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ আয়োজিত নৈশভোজ এড়ানোর কোনও সুযোগ নেই জয়শঙ্করের।

শেহবাজ শরিফ ছাড়াও ওই নৈশভোজে থাকবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার-ও। ক্যালেন্ডারের হিসেবে দু’দিনের সফর হলেও আসলে ২৪ ঘণ্টারও কম সময় পাকিস্তানে থাকবেন জয়শঙ্কর।

সম্প্রতি একটি বক্তৃতায় জয়শঙ্কর জানিয়েছেন, যেকোনও প্রতিবেশী রাষ্ট্রের মতোই, পাকিস্তানের সঙ্গে সহজ সম্পর্ক ভারত অবশ্যই চায়। কিন্তু তা আন্তঃসীমান্ত সন্ত্রাস থেকে চোখ ফিরিয়ে নয়।

Tag :
সর্বাধিক পঠিত

পাকিস্তান যাচ্ছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট: ০৭:৩২:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪

পাকিস্তান সফরে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। মঙ্গলবার (১৫ অক্টোবর) দেশটিতে পৌঁছাবেন তিনি।

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) নামে একটি আঞ্চলিক জোটের বৈঠকে অংশ নিবেন তিনি। সেখানে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের ডিনারে যোগ দেবেন জয়শঙ্কর। এর মাধ্যমে গত প্রায় ১০ বছরের মধ্যে প্রথমবারের মতো কোনো ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী হিসেবে পাকিস্তানে যাচ্ছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, সব ঠিক থাকলে ২০১৫ সালের পর কোনো ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার পাকিস্তানে যাবেন। এসসিও সম্মেলনে যোগ দিতে জয়শঙ্কর আজই ইসলামাবাদে পৌঁছাবেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ আয়োজিত নৈশভোজ এড়ানোর কোনও সুযোগ নেই জয়শঙ্করের।

শেহবাজ শরিফ ছাড়াও ওই নৈশভোজে থাকবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার-ও। ক্যালেন্ডারের হিসেবে দু’দিনের সফর হলেও আসলে ২৪ ঘণ্টারও কম সময় পাকিস্তানে থাকবেন জয়শঙ্কর।

সম্প্রতি একটি বক্তৃতায় জয়শঙ্কর জানিয়েছেন, যেকোনও প্রতিবেশী রাষ্ট্রের মতোই, পাকিস্তানের সঙ্গে সহজ সম্পর্ক ভারত অবশ্যই চায়। কিন্তু তা আন্তঃসীমান্ত সন্ত্রাস থেকে চোখ ফিরিয়ে নয়।