সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের বিরুদ্ধে তৃতীয় দিনের মধ্যে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।
আজ রবিবার বেলা ১১টায় শিক্ষার্থীরা কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হন। পরে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের কলাভবন, প্রশাসনিক ভবন, উপাচার্য চত্বর ঘুরে রাজু ভাস্কর্যে সমাবেশ করেন তারা।
‘সরকারি চাকরিতে ২০১৮ সালের পরিপত্র বাতিল করে কোটাপদ্ধতি পুনর্বহাল–সংক্রান্ত হাইকোর্টের রায়ের প্রতিবাদ জানিয়ে এবং চাকরিতে মেধাভিত্তিক নিয়োগ বহাল রাখার দাবিতে’ এ বিক্ষোভ হয়।
‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেন। বিক্ষোভ কর্মসূচি শেষে সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বরাবর স্মারকলিপি প্রদান করবেন শিক্ষার্থীরা।
সমাবেশে ২০১৮ সালে ঘোষিত কোটা প্রথা বাতিলের পরিপত্র বহাল করতে আগামী ৩০ জুন পর্যন্ত আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। এই সময়ের মধ্যে দাবি মানা না হলে সর্বাত্মক আন্দোলনের ঘোষণা দিয়েছেন তারা।
এর আগে গত বৃহস্পতিবার বিকালেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ হয়।