দ্বিপাক্ষিক সফরে মাসের শেষ দিকে ঢাকা আসতে পারেন মোদি

  • আপডেট: ১১:৪২:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪
  • 28

চলতি জুন মাসের শেষ দিকে দ্বিপাক্ষিক সফরে ঢাকা আসতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিনক্ষণ চূড়ান্ত করতে কাজ করছে দুই দেশের প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়। সব ঠিক থাকলে তৃতীয় মেয়াদের প্রধানমন্ত্রী হিসেবে এটি হবে মোদির প্রথম দ্বিপাক্ষিক বিদেশ সফর।

দ্বিপাক্ষিক সফরে এ মাসেই শেখ হাসিনার দিল্লি যাওয়ার কথা ছিল।

তবে মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নেয়ায় ঢাকার প্রত্যাশা এবার ঢাকা সফরে আসবেন ভারতের প্রধানমন্ত্রী। ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো বলছে, দিল্লি সফরে ৯ জুনের একান্ত বৈঠকে নরেন্দ্র মোদিকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে আমন্ত্রণ গ্রহণও করেছেন নরেন্দ্র মোদি। এক্ষেত্রে প্রাথমিকভাবে ২৭-২৮ জুন সফরসূচি সাজানোর কাজ চলছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শেষবার বাংলাদেশ সফরে এসেছিলেন ২০২১ সালের মার্চে। জুনে ঢাকায় গেলে প্রধানমন্ত্রী হিসেবে ২০১৫ ও ২০২১ সালের পর এটা হবে তার তৃতীয় বাংলাদেশ সফর।

কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুলাইয়ে দ্বিপাক্ষিক সফরে চীন যাওয়ার কথা আছে। তার আগেই মোদির ঢাকা সফর কূটনৈতিক বার্তাও বহন করে বটে।

এর আগে, শেখ হাসিনার দ্বিপাক্ষিক সফরে দিল্লি যাওয়ার প্রস্তুতি নিয়ে পররাষ্ট্র সচিব জানিয়েছিলেন, কিছু সমঝোতা স্মারক ও চুক্তি নিয়ে কাচ চলছে। আলোচনায় আছে নতুন কিছু ঘোষণার বিষয়ও।

তবে দিল্লির বদলে সফর ঢাকাতে হলেও, যেসব এমওইউ বা চুক্তি নিয়ে প্রস্তুতি নেয়া হচ্ছিল সেগুলো ঠিক থাকবে বলে দাবি কূটনৈতিক সূত্রগুলোর।

Tag :

দ্বিপাক্ষিক সফরে মাসের শেষ দিকে ঢাকা আসতে পারেন মোদি

আপডেট: ১১:৪২:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪

চলতি জুন মাসের শেষ দিকে দ্বিপাক্ষিক সফরে ঢাকা আসতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিনক্ষণ চূড়ান্ত করতে কাজ করছে দুই দেশের প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়। সব ঠিক থাকলে তৃতীয় মেয়াদের প্রধানমন্ত্রী হিসেবে এটি হবে মোদির প্রথম দ্বিপাক্ষিক বিদেশ সফর।

দ্বিপাক্ষিক সফরে এ মাসেই শেখ হাসিনার দিল্লি যাওয়ার কথা ছিল।

তবে মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নেয়ায় ঢাকার প্রত্যাশা এবার ঢাকা সফরে আসবেন ভারতের প্রধানমন্ত্রী। ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো বলছে, দিল্লি সফরে ৯ জুনের একান্ত বৈঠকে নরেন্দ্র মোদিকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে আমন্ত্রণ গ্রহণও করেছেন নরেন্দ্র মোদি। এক্ষেত্রে প্রাথমিকভাবে ২৭-২৮ জুন সফরসূচি সাজানোর কাজ চলছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শেষবার বাংলাদেশ সফরে এসেছিলেন ২০২১ সালের মার্চে। জুনে ঢাকায় গেলে প্রধানমন্ত্রী হিসেবে ২০১৫ ও ২০২১ সালের পর এটা হবে তার তৃতীয় বাংলাদেশ সফর।

কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুলাইয়ে দ্বিপাক্ষিক সফরে চীন যাওয়ার কথা আছে। তার আগেই মোদির ঢাকা সফর কূটনৈতিক বার্তাও বহন করে বটে।

এর আগে, শেখ হাসিনার দ্বিপাক্ষিক সফরে দিল্লি যাওয়ার প্রস্তুতি নিয়ে পররাষ্ট্র সচিব জানিয়েছিলেন, কিছু সমঝোতা স্মারক ও চুক্তি নিয়ে কাচ চলছে। আলোচনায় আছে নতুন কিছু ঘোষণার বিষয়ও।

তবে দিল্লির বদলে সফর ঢাকাতে হলেও, যেসব এমওইউ বা চুক্তি নিয়ে প্রস্তুতি নেয়া হচ্ছিল সেগুলো ঠিক থাকবে বলে দাবি কূটনৈতিক সূত্রগুলোর।