বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুইবেক ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কানাডা শাখার যৌথ উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
কানাডার মন্টিয়েল শহরে এ দিবস পালন করা হয়।
এসময় বক্তার বলেন, ৭ নভেম্বর এর চেতনায় আধুনিক বাংলাদেশ গড়তে হবে। সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমে আধিপত্যবাদ, একনায়কতন্ত্র, একদলীয় শাসন, জনজীবনে বিশৃঙ্খলাসহ তখনকার বিরাজমান নৈরাজ্যের অবসান ঘটে। একটি অস্থিতিশীল পরিবেশ থেকে দেশ একটি সুশৃঙ্খল পরিবেশে ফিরে আসে।
সভায় সভাপতিত্ব করেন, উদ্যাপন কমিটির আহ্বায়ক কানাডা বিএনপির সাবেক সহ-সভাপতি সাইদুর রহমান, স্বাগত বক্তব্য দেন কুইবেক বিএনপির সভাপতি আব্দুল মান্নান। পরিচালনা করেন কুইবেক বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী অ্যানি, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কানাডা বিএনপির সাবেক সভাপতি ফয়সল আহমেদ চৌধুরী।
এ ছাড়াও প্রধান আলোচক ছিলেন, বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনৈতিক বিশ্লেষক বীর মুক্তিযোদ্ধা ড. আবিদ বাহার, বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা দল কানাডার সভাপতি, মুক্তিযোদ্ধা আরমান মিয়াসহ অনেকে।