০৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভাতা বৃদ্ধির দাবিতে ট্রেইনি চিকিৎসকদের শাহবাগ অবরোধ

  • আপডেট: ০৬:৫৮:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
  • 134

ছবি : সংগৃহীত

ভাতা বাড়ানোর দাবিতে শাহবাগে অবস্থান নিয়েছেন পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেটট্রেইনি চিকিৎসকেরা।


ভাতা বাড়িয়ে ৫০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকেরা।

রোববার (২৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন তারা।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর গণমাধ্যমকে বলেন, সাড়ে ১১টার দিকে ট্রেইনি চিকিৎসকরা রাস্তায় নেমে আসেন। এতে ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে, গত ২১ ডিসেম্বর পর্যন্ত ভাতা বাড়াতে সময় বেঁধে দিয়েছিলেন ট্রেইনি চিকিৎসকরা। যদি দাবি না মানা হয়, তাহলে দেশের পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা একযোগে কর্মবিরতিতে যাবেন বলে ঘোষণা দেওয়া হয়। পরে সরকার ট্রেইনি চিকিৎসকদের ভাতা পাঁচ হাজার টাকা (২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার) বাড়িয়ে দেয়। তবে ট্রেইনি চিকিৎসকরা এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

Tag :
সর্বাধিক পঠিত

দেশ আর কখনো স্বৈরশাসনের পথে ফিরবে না: ড. ইউনূস

ভাতা বৃদ্ধির দাবিতে ট্রেইনি চিকিৎসকদের শাহবাগ অবরোধ

আপডেট: ০৬:৫৮:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪

ভাতা বাড়ানোর দাবিতে শাহবাগে অবস্থান নিয়েছেন পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেটট্রেইনি চিকিৎসকেরা।


ভাতা বাড়িয়ে ৫০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকেরা।

রোববার (২৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন তারা।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর গণমাধ্যমকে বলেন, সাড়ে ১১টার দিকে ট্রেইনি চিকিৎসকরা রাস্তায় নেমে আসেন। এতে ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে, গত ২১ ডিসেম্বর পর্যন্ত ভাতা বাড়াতে সময় বেঁধে দিয়েছিলেন ট্রেইনি চিকিৎসকরা। যদি দাবি না মানা হয়, তাহলে দেশের পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা একযোগে কর্মবিরতিতে যাবেন বলে ঘোষণা দেওয়া হয়। পরে সরকার ট্রেইনি চিকিৎসকদের ভাতা পাঁচ হাজার টাকা (২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার) বাড়িয়ে দেয়। তবে ট্রেইনি চিকিৎসকরা এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।