ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সোমবার (৩০ ডিসেম্বর) আবারও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ করার আগে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত তারা প্রতিহত করেছে। খবর আরব নিউজের।
২০২৩ সালের অক্টোবরে গাজা উপত্যকায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েল, লোহিত সাগর এবং এডেন উপসাগরে ইহুদিবাদীদের জাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করে আসছে।
সাম্প্রতিক সময়ে ইসরায়েলও কয়েক দফা পাল্টা হামলা চালিয়েছে ইয়েমেনে। সেখানে হুথিদের কৌশলগত অবকাঠামো লক্ষ্য করে প্রতিশোধমূলক হামলা শুরু করেছে ইসরায়েল।
ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার মধ্য ইসরায়েলে সাইরেন বাজানোর পর ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ করার আগে তা প্রতিহত করেছে আইএএফ (ইসরায়েলি বিমান বাহিনী)।
ইসরায়েলের জরুরি পরিষেবা প্রদানকারী সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম জানিয়েছেন, তারা এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পায়নি। শনিবার ইয়েমেন থেকে ছোড়া একই ধরনের আরেকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করে ইসরায়েল।
২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানা দখল করে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। সৌদি আরবপন্থি সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকে ইয়েমেনের একটি বড় অংশ নিয়ন্ত্রণ করেছে হুথিরা। নভেম্বরে ইসরায়েল এবং লেবাননে ইরান-সমর্থিত আরেকটি গ্রুপ হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতির পর থেকে তারা হামলা জোরদার করেছে।
গত বৃহস্পতিবার সানার আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েল একটি বিবৃতিতে জানিয়েছে, তাদের লক্ষ্যবস্তুতে বিমানবন্দর এবং সানা ও হোদেইদায় পাওয়ার স্টেশনগুলোর সামরিক অবকাঠামো রয়েছে। এ ছাড়াও ইয়েমেনে একটি প্রধান প্রবেশস্থলসহ বেশ কয়েকটি বন্দরও তাদের লক্ষ্যবস্তুতে রয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, হুথিরা এই অঞ্চল দিয়ে ইরানি অস্ত্র পাচার করে এবং ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রবেশের জন্য এই প্রবেশপথগুলো ব্যবহার করে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুথিদের সতর্ক করে বলেছেন, হুথিদের ধংস না হওয়া পর্যন্ত ইসরায়েলি হামলা চলবে। গত সপ্তাহে একটি ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেছেন, আমরা ইরানের অশুভ অক্ষ থেকে সন্ত্রাসবাদের এই শাখাটিকে কেটে ফেলতে বদ্ধপরিকর।
প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজও সম্প্রতি ঘোষণা করেছেন, আমরা হুথিদের সব নেতাকে খুঁজে বের করব, ইসরায়েলের দীর্ঘ হাত এড়াতে পারবে না কেউ। ইসরায়েলের প্রধান বাণিজ্যিক শহর তেলআবিবে হুথিদের ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্র ১৬ জন আহত হওয়ার পরে ইসরায়েলি কর্মকর্তাদের সর্বশেষ সতর্কতা এসেছে। ওই হামলার পর হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে হামলা চালায় যুক্তরাষ্ট্র।