বগুড়া আজিজুল হক কলেজে ককটেল বিস্ফোরণ, ৪ শিক্ষার্থী আহত

  • আপডেট: ১০:১৬:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪
  • 33

বগুড়া সরকারি আজিজুল হক কলেজে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হাতবোমা হামলার ঘটনা ঘটেছে। এতে চার শিক্ষার্থী আহত হয়েছেন।

বগুড়া সরকারি আজিজুল হক কলেজে কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে সড়ক অবরোধের পর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে চার শিক্ষার্থী আহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১১টার দিকে কলেজের মেইন গেটের সামনে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীরা হলেন- সরকারি আজিজুল হক কলেজের ফিন্যান্স বিভাগের তৃতীয় বর্ষের তাফসির, পদার্থবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের সুমন, অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের মামুন এবং মিলন। তারা চারজন বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আহত তাফসির বলেন, কোটা আন্দোলনের অংশ হিসেবে আমরা কলেজের সামনে তিনমাথা থেকে সাতমাথা সড়ক অবরোধ করি। প্রায় ২০ মিনিট আমাদের অবরোধ কর্মসূচি চলে। কর্মসূচি শেষ করে কলেজ থেকে ফিরছিলাম। সুমনও মেইন গেটের পাশে বসেছিল। এমন সময় ককটেল বিস্ফোরণ ঘটে। এতে আমরা দুজনই আহত হই। এছাড়া আরও দুজন আহত হয়েছে এতে।

বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহীনুজ্জামান বলেন, কেউ আহত হয়েছে কি না জানা নেই। তবে এখন কলেজ ক্যাম্পাস শান্ত আছে।

Tag :

বগুড়া আজিজুল হক কলেজে ককটেল বিস্ফোরণ, ৪ শিক্ষার্থী আহত

আপডেট: ১০:১৬:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪

বগুড়া সরকারি আজিজুল হক কলেজে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হাতবোমা হামলার ঘটনা ঘটেছে। এতে চার শিক্ষার্থী আহত হয়েছেন।

বগুড়া সরকারি আজিজুল হক কলেজে কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে সড়ক অবরোধের পর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে চার শিক্ষার্থী আহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১১টার দিকে কলেজের মেইন গেটের সামনে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীরা হলেন- সরকারি আজিজুল হক কলেজের ফিন্যান্স বিভাগের তৃতীয় বর্ষের তাফসির, পদার্থবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের সুমন, অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের মামুন এবং মিলন। তারা চারজন বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আহত তাফসির বলেন, কোটা আন্দোলনের অংশ হিসেবে আমরা কলেজের সামনে তিনমাথা থেকে সাতমাথা সড়ক অবরোধ করি। প্রায় ২০ মিনিট আমাদের অবরোধ কর্মসূচি চলে। কর্মসূচি শেষ করে কলেজ থেকে ফিরছিলাম। সুমনও মেইন গেটের পাশে বসেছিল। এমন সময় ককটেল বিস্ফোরণ ঘটে। এতে আমরা দুজনই আহত হই। এছাড়া আরও দুজন আহত হয়েছে এতে।

বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহীনুজ্জামান বলেন, কেউ আহত হয়েছে কি না জানা নেই। তবে এখন কলেজ ক্যাম্পাস শান্ত আছে।