০২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪, ২ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

ট্রাম্পকে নিয়ে মার্কিন জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী

  • আপডেট: ১১:৪২:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪
  • 18

তিনি বলেছিলেন জো বাইডেন সরে দাঁড়াবেন মার্কিন প্রেসিডেন্টের লড়াই থেকে। দিন ও সময়ও বাতলে দিয়েছিলেন। চাঁদের অবস্থানও। অবিকল নাকি তা মিলে গিয়েছে! এমনকী, ২০২০ সালেই বলে দিয়েছিলেন ২০২৪ সালের মার্কিন নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী হবেন কমলা হ্যারিস। তাও প্রায় মিলেই গিয়েছে। এবার ডোনাল্ড ট্রাম্পকে নিয়েও ভবিষ্যদ্বাণী করলেন মার্কিন জ্যোতিষী অ্যামি ট্রিপ। জানিয়ে দিলেন আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন রিপাবলিকান নেতাই। এক মার্কিন সংবাদমাধ্যমের সূত্রে তেমনটাই জানা যাচ্ছে।

ঠিক বলেছেন তিনি? ‘ইন্টারনেটের সবচেয়ে কুখ্যাত জ্যোতিষী’র তকমাধারী মহিলা বলছেন, ট্রাম্প নিজেদের পেশাগত সাফল্যের চুড়োয় পৌঁছনোটা উপভোগ করছেন। এমনকী, এবার ক্ষমতায় এলে আরও বেশি ‘পাগলামি’ও নাকি করবেন বর্ষীয়ান নেতা! সম্প্রতি তার উপরে হওয়া হামলার উল্লেখ করে অ্যামির দাবি, ইউরেনাস ‘মাঝ-স্বর্গ’ দেখে এটাই দেখিয়ে দেয়- ট্রাম্পের কেরিয়ারে অনিশ্চয়তাও রয়েছে।

এর আগে জো বাইডেনের প্রেসিডেন্টের লড়াই থেকে সরে দাঁড়ানো নিয়েও মন্তব্য করেছিলেন ৪০ বছরের জ্যোতিষী। বলেছিলেন ২১ জুলাই সরে দাঁড়াবেন বাইডেন। তাই-ই হয়েছে। সেই সঙ্গেই তিনি বলছেন, বাইডেনের সূর্যে রয়েছে প্লুটো। ফলে আগামিদিনে তার শারীরিক জটিলতা আরও বাড়বে। ক্রমশই তা আরও খারাপ হবে। এর আগে কমলা হ্যারিস সম্পর্কেও তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন। সেই বিষয়টিও একরকম মিলেই গিয়েছে। কমলা হ্যারিসই যে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হচ্ছেন তা একপ্রকার নিশ্চিত। ২০২০ সালেই নাকি তা বলে দিয়েছিলেন অ্যামি ট্রিপ। তিনিও বলেছেন আগস্টে নাকি আমেরিকার রাজনৈতিক জগতে আরও অস্থিরতা তৈরি হবে।

এদিকে বাইডেন সরে দাঁড়ানোর পর ট্রাম্পের উপরে যে চাপ বাড়ছে সেদিকে ইঙ্গিত দিচ্ছে সাম্প্রতিক পোল। সম্প্রতি দেখা গিয়েছে, এক পোলে ট্রাম্পকে পিছনে ফেলে দিয়েছেন কমলা হ্যারিস। রয়টার্স/ ইপসসের ওই পোলে দেখা গিয়েছে, যেখানে ট্রাম্প পেয়েছেন ৪২ শতাংশ ভোট, সেখানে কমলার ঝুলিতে ভোট ৪৪ শতাংশ। ফলে হোয়াইট হাউস দখলে রিপাবলিকান-ডেমোক্র্যাটদের লড়াই যে তীব্র হতে চলেছে, সেব্যাপারে নিশ্চিত ওয়াকিবহাল মহল।

Tag :
সর্বাধিক পঠিত

ট্রাম্পকে নিয়ে মার্কিন জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী

আপডেট: ১১:৪২:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪

তিনি বলেছিলেন জো বাইডেন সরে দাঁড়াবেন মার্কিন প্রেসিডেন্টের লড়াই থেকে। দিন ও সময়ও বাতলে দিয়েছিলেন। চাঁদের অবস্থানও। অবিকল নাকি তা মিলে গিয়েছে! এমনকী, ২০২০ সালেই বলে দিয়েছিলেন ২০২৪ সালের মার্কিন নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী হবেন কমলা হ্যারিস। তাও প্রায় মিলেই গিয়েছে। এবার ডোনাল্ড ট্রাম্পকে নিয়েও ভবিষ্যদ্বাণী করলেন মার্কিন জ্যোতিষী অ্যামি ট্রিপ। জানিয়ে দিলেন আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন রিপাবলিকান নেতাই। এক মার্কিন সংবাদমাধ্যমের সূত্রে তেমনটাই জানা যাচ্ছে।

ঠিক বলেছেন তিনি? ‘ইন্টারনেটের সবচেয়ে কুখ্যাত জ্যোতিষী’র তকমাধারী মহিলা বলছেন, ট্রাম্প নিজেদের পেশাগত সাফল্যের চুড়োয় পৌঁছনোটা উপভোগ করছেন। এমনকী, এবার ক্ষমতায় এলে আরও বেশি ‘পাগলামি’ও নাকি করবেন বর্ষীয়ান নেতা! সম্প্রতি তার উপরে হওয়া হামলার উল্লেখ করে অ্যামির দাবি, ইউরেনাস ‘মাঝ-স্বর্গ’ দেখে এটাই দেখিয়ে দেয়- ট্রাম্পের কেরিয়ারে অনিশ্চয়তাও রয়েছে।

এর আগে জো বাইডেনের প্রেসিডেন্টের লড়াই থেকে সরে দাঁড়ানো নিয়েও মন্তব্য করেছিলেন ৪০ বছরের জ্যোতিষী। বলেছিলেন ২১ জুলাই সরে দাঁড়াবেন বাইডেন। তাই-ই হয়েছে। সেই সঙ্গেই তিনি বলছেন, বাইডেনের সূর্যে রয়েছে প্লুটো। ফলে আগামিদিনে তার শারীরিক জটিলতা আরও বাড়বে। ক্রমশই তা আরও খারাপ হবে। এর আগে কমলা হ্যারিস সম্পর্কেও তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন। সেই বিষয়টিও একরকম মিলেই গিয়েছে। কমলা হ্যারিসই যে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হচ্ছেন তা একপ্রকার নিশ্চিত। ২০২০ সালেই নাকি তা বলে দিয়েছিলেন অ্যামি ট্রিপ। তিনিও বলেছেন আগস্টে নাকি আমেরিকার রাজনৈতিক জগতে আরও অস্থিরতা তৈরি হবে।

এদিকে বাইডেন সরে দাঁড়ানোর পর ট্রাম্পের উপরে যে চাপ বাড়ছে সেদিকে ইঙ্গিত দিচ্ছে সাম্প্রতিক পোল। সম্প্রতি দেখা গিয়েছে, এক পোলে ট্রাম্পকে পিছনে ফেলে দিয়েছেন কমলা হ্যারিস। রয়টার্স/ ইপসসের ওই পোলে দেখা গিয়েছে, যেখানে ট্রাম্প পেয়েছেন ৪২ শতাংশ ভোট, সেখানে কমলার ঝুলিতে ভোট ৪৪ শতাংশ। ফলে হোয়াইট হাউস দখলে রিপাবলিকান-ডেমোক্র্যাটদের লড়াই যে তীব্র হতে চলেছে, সেব্যাপারে নিশ্চিত ওয়াকিবহাল মহল।