বরিশাল মহানগরীর নবগ্রাম রোড-চৌমহনীতে বিপুল পরিমাণ নগদ টাকা ও স্বর্ণালংকার সহ ট্রাফিক ডিউটিরত ছাত্র-ছাত্রীদের হাতে আটক হয়ে পুলিশ হেফাজতে পটুয়াখালী গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ও তার পরিবার। বৃহস্পতিবার বিকেলে একটি কালো রঙের প্রাইভেট কারে প্রকৌশলী হারুন অর রশিদ তার স্ত্রী ও দুই সন্তান সহ কুষ্টিয়ায় নিজ বাড়িতে যাবার পথে নবগ্রাম রোড-চৌমহনীতে ট্রাফিক আইন ভঙ্গ করে যেতে চাইলে কার্তব্যরত ছাত্র-ছাত্রীরা বাধা দেয়। এসময় ঐ প্রকৌশলী দায়িত্বরত ছাত্র-ছাত্রীদের সাথে বিতন্ডায় জড়ালে গাড়ী আটক করে ছাত্ররা।
এসময় গাড়ীটি তল্লাশী করে বস্তাভর্তি টাকা ও স্বর্ণালঙ্কার খেতে পেয়ে সেনা ক্যাম্পে খবর দেয় ছাত্ররা। বরিশাল সেনা কাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পুলিশ-প্রশাসনকে খবর দেয়। পরবর্তিতে ২জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে আইন-শৃংখলা বাহিনীর সহায়তায় গাড়ীটি সহ প্রকৌশলী দম্পতি ও সন্তানদের থানায় নিয়ে গেছেন।
সন্ধ্যা সাড়ে ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রকৌশলীকে জিজ্ঞাসাবাদ চলছিল। বিএমপি’র কোতয়ালী থানার ওসি জানান, জিজ্ঞাসাবাদের পরে তাদের সাথে থাকা মালামালের তালিকা তৈরী করে তা জব্দ করা হতে পারে।