০৫:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪, ১ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

নিরাপত্তা বিবেচনায় ২৭ দিন বন্ধ থাকার পর আবার চলাচল শুরু কক্সবাজারে ট্রেন

  • আপডেট: ০৪:১৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪
  • 26

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা নানা কর্মসূচির কারণে সৃষ্ট অস্থিরতায় নিরাপত্তা বিবেচনায় বন্ধ ছিল কক্সবাজারে ট্রেন চলাচল। অবশেষে ২৭ দিন বন্ধ থাকার পর পর্যটন নগরী কক্সবাজার থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা ১২টা ৩০মিনিটে কক্সবাজার এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন, কক্সবাজারের আইকনিক রেলস্টেশনের স্টেশন মাস্টার গোলাম রব্বানী।

তিনি জানান, কক্সবাজার স্টেশন থেকে আন্তঃনগর কক্সবাজার এক্সপ্রেস ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। আন্তঃনগর পর্যটক এক্সপ্রেস ঢাকার উদ্দেশে ছেড়ে যাবার কথা রয়েছে। এছাড়া, ১৬ আগস্ট শুক্রবার থেকে চট্টগ্রাম-কক্সবাজার রুটে স্পেশাল ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

আইকনিক রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. গোলাম রাব্বানী বলেন, কোটা সংস্কার বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আইকনিক রেল স্টেশন এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কোনো লাইন বা স্টেশনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

তিনি আরও বলেন, নিরাপত্তাজনিত কারণে গত ১৮ জুলাই থেকে আংশিক ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং ১৯ জুলাই থেকে পুরোপুরি বন্ধ ছিল।

Tag :
সর্বাধিক পঠিত

নিরাপত্তা বিবেচনায় ২৭ দিন বন্ধ থাকার পর আবার চলাচল শুরু কক্সবাজারে ট্রেন

আপডেট: ০৪:১৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা নানা কর্মসূচির কারণে সৃষ্ট অস্থিরতায় নিরাপত্তা বিবেচনায় বন্ধ ছিল কক্সবাজারে ট্রেন চলাচল। অবশেষে ২৭ দিন বন্ধ থাকার পর পর্যটন নগরী কক্সবাজার থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা ১২টা ৩০মিনিটে কক্সবাজার এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন, কক্সবাজারের আইকনিক রেলস্টেশনের স্টেশন মাস্টার গোলাম রব্বানী।

তিনি জানান, কক্সবাজার স্টেশন থেকে আন্তঃনগর কক্সবাজার এক্সপ্রেস ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। আন্তঃনগর পর্যটক এক্সপ্রেস ঢাকার উদ্দেশে ছেড়ে যাবার কথা রয়েছে। এছাড়া, ১৬ আগস্ট শুক্রবার থেকে চট্টগ্রাম-কক্সবাজার রুটে স্পেশাল ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

আইকনিক রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. গোলাম রাব্বানী বলেন, কোটা সংস্কার বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আইকনিক রেল স্টেশন এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কোনো লাইন বা স্টেশনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

তিনি আরও বলেন, নিরাপত্তাজনিত কারণে গত ১৮ জুলাই থেকে আংশিক ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং ১৯ জুলাই থেকে পুরোপুরি বন্ধ ছিল।