০৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চানখারপুলে অবস্থান নিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা

  • আপডেট: ০৬:৪৮:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪
  • 138

কোটাবিরোধী আন্দোলনে এক দফা দাবিতে শুরু হয়েছে আজকের (বুধবার) ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি। আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশব্যাপী সর্বাত্মক ব্লকেড কর্মসূচি পালন করতে চানখারপুল সড়কে অবস্থান করছেন।

বুধবার (১০ জুলাই) পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল সাড়ে ১০ টার দিকে চানখারপুল ও আনন্দবাজার, বার্ন ইন্সটিটিউটের পাশে হানিফ ফ্লাইওভারের ঢালে শিক্ষার্থীদের অবস্থান করতে দেখা যায়। এ সময় তারা দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চারপাশের সড়কেই শিক্ষার্থীরা অবস্থান করছেন। এ সময় সড়কের সব দিকে যানবাহন আটকে যায়। ফলে অফিসগামী যাত্রীদের গাড়ি থেকে নেমে হেঁটে যেতে দেখা গেছে।
এর আগে মঙ্গলবার সংবাদ সম্মেলনে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’–এর সমন্বয়ক নাহিদ ইসলাম ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির আওতায় বুধবার সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সবাইকে জড়ো হওয়ার ঘোষণা দেন। সেখান থেকে মিছিল করে শাহবাগ মোড়ে গিয়ে সড়ক অবরোধ করা হবে। সূর্যাস্ত পর্যন্ত এই অবরোধ চলবে।

Tag :
সর্বাধিক পঠিত

দেশ আর কখনো স্বৈরশাসনের পথে ফিরবে না: ড. ইউনূস

চানখারপুলে অবস্থান নিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা

আপডেট: ০৬:৪৮:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪

কোটাবিরোধী আন্দোলনে এক দফা দাবিতে শুরু হয়েছে আজকের (বুধবার) ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি। আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশব্যাপী সর্বাত্মক ব্লকেড কর্মসূচি পালন করতে চানখারপুল সড়কে অবস্থান করছেন।

বুধবার (১০ জুলাই) পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল সাড়ে ১০ টার দিকে চানখারপুল ও আনন্দবাজার, বার্ন ইন্সটিটিউটের পাশে হানিফ ফ্লাইওভারের ঢালে শিক্ষার্থীদের অবস্থান করতে দেখা যায়। এ সময় তারা দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চারপাশের সড়কেই শিক্ষার্থীরা অবস্থান করছেন। এ সময় সড়কের সব দিকে যানবাহন আটকে যায়। ফলে অফিসগামী যাত্রীদের গাড়ি থেকে নেমে হেঁটে যেতে দেখা গেছে।
এর আগে মঙ্গলবার সংবাদ সম্মেলনে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’–এর সমন্বয়ক নাহিদ ইসলাম ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির আওতায় বুধবার সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সবাইকে জড়ো হওয়ার ঘোষণা দেন। সেখান থেকে মিছিল করে শাহবাগ মোড়ে গিয়ে সড়ক অবরোধ করা হবে। সূর্যাস্ত পর্যন্ত এই অবরোধ চলবে।