০৩:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

এবারও জকোভিচ-আলকারাজ মুখোমুখি ফাইনালে

  • আপডেট: ০৪:০৪:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪
  • 130

উইম্বলডনে ছেলেদের এককে গতবারের ফাইনালের মঞ্চায়ন হতে যাচ্ছে এবারও। টানা দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্যে রোববারের ফাইনালে মাঠে নামবেন কার্লোস আলকারাজ। প্রতিপক্ষ সেই নোভাক জকোভিচ, উইম্বলডনে অষ্টম শিরোপা জিতে যিনি রজার ফেদেরারের রেকর্ড স্পর্শ করার অপেক্ষায়।

গতবারের মতো এবারও দানিল মেদভেদেভকে হারিয়ে ফাইনালে উঠেছেন আলকারাজ। তবে গতবার উড়িয়ে দিয়েছিলেন ৩-০ সেটে। এবার হারিয়েছেন ৩-১ সেটে। প্রথম সেটে ৭-৬ (৭/১) গেমে হেরে যান এ স্প্যানিশ তরুণ। তবে পরের তিন সেটে আর পাত্তা দেননি রাশান প্রতিপক্ষকে। ৬–৩, ৬–৪ ও ৬–৪ গেমে জিতে নিশ্চিত করেছেন উইম্বলডনের টানা দ্বিতীয় ফাইনাল।

একই দিন শুক্রবার সেন্টার কোর্টেই দ্বিতীয় সেমিফাইনালে লরেনৎসো মোসেত্তিকে ৩-০ সেটে হারিয়ে ফাইনালের টিকেট পান দ্বিতীয় বাছাই জকোভিচ। প্রথম গেমে ইতালিয়ান প্রতিপক্ষকে ৬-৪ গেমে উড়িয়ে দেওয়ার পর দ্বিতীয় গেম জেতেন টাইব্রেকারে (৭-২)। শেষ গেমও জিতে নেন ৬-৪ ব্যবধানে। গ্র্যান্ড স্ল্যামে এটি তার ৩৭তম ফাইনাল, উইম্বলডনে দশম।

গতবারের ফাইনালে ৪ ঘণ্টা ৪২ মিনিটের ধ্রুপদী লড়াই শেষে জকোভিচকে ১-৬, ৭-৬ (৮-৬), ৬-১, ৩-৬, ৬-৪ গেমে হারিয়েছিলেন আলকারাজ। উইম্বলডনের ইতিহাসে যেটি ছিল অন্যতম সেরা ম্যাচ। আবারও এমনই এক ম্যাচের অপেক্ষায় টেনিসপ্রেমীরা।

Tag :
সর্বাধিক পঠিত

দেশ আর কখনো স্বৈরশাসনের পথে ফিরবে না: ড. ইউনূস

এবারও জকোভিচ-আলকারাজ মুখোমুখি ফাইনালে

আপডেট: ০৪:০৪:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪

উইম্বলডনে ছেলেদের এককে গতবারের ফাইনালের মঞ্চায়ন হতে যাচ্ছে এবারও। টানা দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্যে রোববারের ফাইনালে মাঠে নামবেন কার্লোস আলকারাজ। প্রতিপক্ষ সেই নোভাক জকোভিচ, উইম্বলডনে অষ্টম শিরোপা জিতে যিনি রজার ফেদেরারের রেকর্ড স্পর্শ করার অপেক্ষায়।

গতবারের মতো এবারও দানিল মেদভেদেভকে হারিয়ে ফাইনালে উঠেছেন আলকারাজ। তবে গতবার উড়িয়ে দিয়েছিলেন ৩-০ সেটে। এবার হারিয়েছেন ৩-১ সেটে। প্রথম সেটে ৭-৬ (৭/১) গেমে হেরে যান এ স্প্যানিশ তরুণ। তবে পরের তিন সেটে আর পাত্তা দেননি রাশান প্রতিপক্ষকে। ৬–৩, ৬–৪ ও ৬–৪ গেমে জিতে নিশ্চিত করেছেন উইম্বলডনের টানা দ্বিতীয় ফাইনাল।

একই দিন শুক্রবার সেন্টার কোর্টেই দ্বিতীয় সেমিফাইনালে লরেনৎসো মোসেত্তিকে ৩-০ সেটে হারিয়ে ফাইনালের টিকেট পান দ্বিতীয় বাছাই জকোভিচ। প্রথম গেমে ইতালিয়ান প্রতিপক্ষকে ৬-৪ গেমে উড়িয়ে দেওয়ার পর দ্বিতীয় গেম জেতেন টাইব্রেকারে (৭-২)। শেষ গেমও জিতে নেন ৬-৪ ব্যবধানে। গ্র্যান্ড স্ল্যামে এটি তার ৩৭তম ফাইনাল, উইম্বলডনে দশম।

গতবারের ফাইনালে ৪ ঘণ্টা ৪২ মিনিটের ধ্রুপদী লড়াই শেষে জকোভিচকে ১-৬, ৭-৬ (৮-৬), ৬-১, ৩-৬, ৬-৪ গেমে হারিয়েছিলেন আলকারাজ। উইম্বলডনের ইতিহাসে যেটি ছিল অন্যতম সেরা ম্যাচ। আবারও এমনই এক ম্যাচের অপেক্ষায় টেনিসপ্রেমীরা।