০৪:১২ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শেয়ার কারসাজি করায় বেক্সিমকোকে ৪২৮ কোটি টাকা জরিমানা

  • আপডেট: ১২:০০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪
  • 143

পুঁজিবাজারে তালিকাভুক্ত আলোচিত কোম্পানি বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেডের শেয়ার লেনদেনের মাধ্যমে সিকিউরিটিজ আইন ভঙ্গ করায় নয় ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৪২৮ কোটি সাত লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (১ অক্টোবর) বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯২৪তম কমিশন সভায় এই সিদ্ধান্ত হয়।

বিএসইসির পরিচালক ও মুখপাত্র ফারহানা ফারুকী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিএসইসি জানায়, মারজানা রহমানকে ৩০ কোটি, ট্রেড নেক্সট ইন্টারন্যাশনালকে ৪ কোটি ১ লাখ, মুশফিকুর রহমানকে ১২৫ কোটি, মমতাজুর রহমানকে ৫৮ কোটি, জুপিটার বিজনেসকে ২২ কোটি ৫০ লাখ, এপোলে ট্রেডিংকে ১৫ কোটি ১ লাখ, এ আর টি ইন্টারন্যাশনালকে ৭০ কোটি, আব্দুর রউফকে ৩১ কোটি, ক্রিসেন্ট লিমিটেডকে ৭৩ কোটি টাকা জরিমানা করা হয়েছে।

সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপে শেয়ার কারসাজির জন্য বিভিন্ন সময় আলোচিত হয়েছে। এছাড়াও আর্থিক খাতে হাজার হাজার কোটি টাকা কেলেঙ্কারির অভিযোগ রয়েছে গ্রুপটির বিরুদ্ধে।

সালমান এফ রহমান কারাগারে থাকায় দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠানটির সম্পদ দেখভাল করতে রিসিভার নিয়োগের আদেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার সেই আদেশ চেম্বার বিচারপতিও বহাল রেখেছেন।

এদিকে বিএসইসির আজকের কমিশন সভায় নয়টি কোম্পানির আইপিও/আরপিও’র অর্থ ব্যবহার পরিদর্শনের সিদ্ধান্ত হয়েছে। এসব কোম্পানির মধ্যে রয়েছে- বাংলাদেশ শিপিং করপোরেশন, বেস্টহোল্ডিং, ইনডেক্স অ্যাগ্রো, জেএমআই হসপিটাল রিকুইজিট মেনুফ্যাকচারিং, লুব-রেফ বাংলাদেশ, নাভানা ফার্মাসিউটিক্যালস, রিং শাইন টেক্সটাইল, সিকদার ইন্স্যুরেন্স এবং সিলভা ফার্মাসিউটিক্যালস।

Tag :
সর্বাধিক পঠিত

দেশ আর কখনো স্বৈরশাসনের পথে ফিরবে না: ড. ইউনূস

শেয়ার কারসাজি করায় বেক্সিমকোকে ৪২৮ কোটি টাকা জরিমানা

আপডেট: ১২:০০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪

পুঁজিবাজারে তালিকাভুক্ত আলোচিত কোম্পানি বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেডের শেয়ার লেনদেনের মাধ্যমে সিকিউরিটিজ আইন ভঙ্গ করায় নয় ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৪২৮ কোটি সাত লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (১ অক্টোবর) বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯২৪তম কমিশন সভায় এই সিদ্ধান্ত হয়।

বিএসইসির পরিচালক ও মুখপাত্র ফারহানা ফারুকী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিএসইসি জানায়, মারজানা রহমানকে ৩০ কোটি, ট্রেড নেক্সট ইন্টারন্যাশনালকে ৪ কোটি ১ লাখ, মুশফিকুর রহমানকে ১২৫ কোটি, মমতাজুর রহমানকে ৫৮ কোটি, জুপিটার বিজনেসকে ২২ কোটি ৫০ লাখ, এপোলে ট্রেডিংকে ১৫ কোটি ১ লাখ, এ আর টি ইন্টারন্যাশনালকে ৭০ কোটি, আব্দুর রউফকে ৩১ কোটি, ক্রিসেন্ট লিমিটেডকে ৭৩ কোটি টাকা জরিমানা করা হয়েছে।

সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপে শেয়ার কারসাজির জন্য বিভিন্ন সময় আলোচিত হয়েছে। এছাড়াও আর্থিক খাতে হাজার হাজার কোটি টাকা কেলেঙ্কারির অভিযোগ রয়েছে গ্রুপটির বিরুদ্ধে।

সালমান এফ রহমান কারাগারে থাকায় দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠানটির সম্পদ দেখভাল করতে রিসিভার নিয়োগের আদেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার সেই আদেশ চেম্বার বিচারপতিও বহাল রেখেছেন।

এদিকে বিএসইসির আজকের কমিশন সভায় নয়টি কোম্পানির আইপিও/আরপিও’র অর্থ ব্যবহার পরিদর্শনের সিদ্ধান্ত হয়েছে। এসব কোম্পানির মধ্যে রয়েছে- বাংলাদেশ শিপিং করপোরেশন, বেস্টহোল্ডিং, ইনডেক্স অ্যাগ্রো, জেএমআই হসপিটাল রিকুইজিট মেনুফ্যাকচারিং, লুব-রেফ বাংলাদেশ, নাভানা ফার্মাসিউটিক্যালস, রিং শাইন টেক্সটাইল, সিকদার ইন্স্যুরেন্স এবং সিলভা ফার্মাসিউটিক্যালস।