জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন , রাঘব-বোয়ালদের লুটে খাওয়ার সুযোগ করে দিতেই বাজেট করেছে সরকার। কারণ, রাগব-বোয়ালদের সঙ্গে ক্ষমতাসীনরাই জড়িত। শনিবার (৮ জুন) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তারা (আওয়ামী লীগ) জনগণের কল্যাণে নয়, প্রতি মুহূর্তে দেশের ভবিষ্যৎ ধ্বংসের মুখে ফেলেছে। এ সময় এক ব্যক্তির অবদান ছাড়া অন্য কারও অবদান আওয়ামী লীগ স্বীকার করতে চায় না বলেও মন্তব্য করেন তিনি।
কর দিয়ে কালো টাকা সাদা করা প্রসঙ্গে তিনি বলেন, ১৫ শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করা নাকি মাছের টোপ। মাছ ধরার জন্য যেমন টোপ দেয়া হয়, তারা দুর্নীতিবাজদের ধরার জন্য টোপ দিচ্ছে, এটা হাস্যকর। আপনারা নিজেরাই তো এর সঙ্গে জড়িত। বাজেট দেখলেই বুঝতে পারবেন রাঘব-বোয়ালদের লুটে খাওয়ার আরেকটা ব্যবস্থা করেছে।














