১২:৫১ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাত দিনে সৌদিতে গ্রেফতার ২১ হাজার অভিবাসী

  • আপডেট: ০৫:২৫:২৯ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
  • 122

শ্রম ও সীমান্ত আইন ভঙ্গের অভিযোগে গত এক সপ্তাহে ২১ হাজার ২৬৭ জনকে গ্রেফতার করেছে সৌদি আরবের পুলিশ। এদের মধ্যে ১৮ হাজার ৫০৮ জন পুরুষ এবং ২ হাজার ৭৫৯ জন নারী। গ্রেফতারদের প্রায় সবাই বিদেশি।

রবিবার এক বিবৃতিতে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সরকারের অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বিতভাবে গত ৭ নভেম্বর থেকে দেশজুড়ে বিশেষ অভিযান পরিচালনা করছে পুলিশ। গ্রেফতারদের মধ্যে ১১ হাজার ৬০৭ জনকে আবাসন আইন ভঙ্গ, ৫ হাজার ২৮৫ জনকে সীমান্ত বিধি ভঙ্গ এবং ৩ হাজার ২৩২ জনকে শ্রম আইন ভঙ্গের দায়ে গ্রেফতার করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।
এছাড়া এই সময়সীমার মধ্যে অবৈধভাবে প্রবেশের জন্য ১ হাজার ৪০১ জনকে গ্রেফতার করেছে সৌদি পুলিশ। তাদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে ২১ হাজার ২৬৭ জনের তালিকায়। অনুপ্রবেশের দায়ে গ্রেফতারদের মধ্যে ৩৯ শতাংশ ইয়েমেন, ৬০ শতাংশ ইথিওপিয়া এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

এছাড়া অবৈধ অভিবাসীদের আশ্রয়, কর্মসংস্থান ও পরিবহণ পরিষেবা প্রদানের অভিযোগে ৬ জন সৌদি নাগরিককেও গ্রেফতার করেছে পুলিশ।
বিবৃতিতে বলা হয়েছে, গ্রেফতার এই ২১ হাজার ২৬৭ জনের বিরুদ্ধে শিগগিরই আইনগত প্রক্রিয়া শুরু হবে। সেই প্রক্রিয়া শেষে তাদের মধ্যে অন্তত ১০ হাজার ৪৫৮ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হবে।

Tag :
সর্বাধিক পঠিত

দেশ আর কখনো স্বৈরশাসনের পথে ফিরবে না: ড. ইউনূস

সাত দিনে সৌদিতে গ্রেফতার ২১ হাজার অভিবাসী

আপডেট: ০৫:২৫:২৯ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪

শ্রম ও সীমান্ত আইন ভঙ্গের অভিযোগে গত এক সপ্তাহে ২১ হাজার ২৬৭ জনকে গ্রেফতার করেছে সৌদি আরবের পুলিশ। এদের মধ্যে ১৮ হাজার ৫০৮ জন পুরুষ এবং ২ হাজার ৭৫৯ জন নারী। গ্রেফতারদের প্রায় সবাই বিদেশি।

রবিবার এক বিবৃতিতে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সরকারের অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বিতভাবে গত ৭ নভেম্বর থেকে দেশজুড়ে বিশেষ অভিযান পরিচালনা করছে পুলিশ। গ্রেফতারদের মধ্যে ১১ হাজার ৬০৭ জনকে আবাসন আইন ভঙ্গ, ৫ হাজার ২৮৫ জনকে সীমান্ত বিধি ভঙ্গ এবং ৩ হাজার ২৩২ জনকে শ্রম আইন ভঙ্গের দায়ে গ্রেফতার করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।
এছাড়া এই সময়সীমার মধ্যে অবৈধভাবে প্রবেশের জন্য ১ হাজার ৪০১ জনকে গ্রেফতার করেছে সৌদি পুলিশ। তাদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে ২১ হাজার ২৬৭ জনের তালিকায়। অনুপ্রবেশের দায়ে গ্রেফতারদের মধ্যে ৩৯ শতাংশ ইয়েমেন, ৬০ শতাংশ ইথিওপিয়া এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

এছাড়া অবৈধ অভিবাসীদের আশ্রয়, কর্মসংস্থান ও পরিবহণ পরিষেবা প্রদানের অভিযোগে ৬ জন সৌদি নাগরিককেও গ্রেফতার করেছে পুলিশ।
বিবৃতিতে বলা হয়েছে, গ্রেফতার এই ২১ হাজার ২৬৭ জনের বিরুদ্ধে শিগগিরই আইনগত প্রক্রিয়া শুরু হবে। সেই প্রক্রিয়া শেষে তাদের মধ্যে অন্তত ১০ হাজার ৪৫৮ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হবে।