১১:১৮ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরের শ্রমিকদের বেতন পরিশোধের আশ্বাসে অবরোধ প্রত্যাহার

  • আপডেট: ০৪:০২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
  • 106

বকেয়া বেতনের দাবিতে তিন দিন ধরেই সড়ক অবরোধ করে রাখে শ্রমিকরা

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে ত্রিপক্ষীয় বৈঠকের পর অবশেষে গাজীপুরের শ্রমিক অসন্তোষের সমঝোতা হয়েছে। ৩০ নভেম্বরের মধ্যে বেতন পরিশোধের আশ্বাসে সড়ক অবরোধ তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন টিএনজেড অ্যাপারেলস কারখানার শ্রমিকরা।

শ্রম সচিব এ এইচ এম সফিকুজ্জামানের সঙ্গে বৈঠকের পর রাত সাড়ে ১০টায় শ্রমিকরা সড়ক অবরোধ প্রত্যাহার করলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। আন্দোলনরত শ্রমিকদের প্রতিনিধি এ ঘোষণা দেন।

সচিব এএইচএম সফিকুজ্জামানের সভাপতিত্বে সভায় টিএনজেড গ্রুপের চেয়ারম্যান হেদায়েতুল হক, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদ মিয়াসহ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে শ্রম সচিব জানান, পোশাক শ্রমিকদের বকেয়ার প্রথম কিস্তি রোববারের মধ্যে দেওয়া হবে। বাকি টাকা পরিশোধ হবে ৩০ নভেম্বরের মধ্যে।

শ্রম মন্ত্রণালয়, মালিক ও শ্রমিকদের এ বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরে শ্রম সচিব জানান, বেতন পরিশোধের জন্য টিএনজেড অ্যাপারেলস কর্তৃপক্ষকে মোট ১৬ কোটি টাকা ধার দেবে সরকার। এর মধ্যে কেন্দ্রীয় তহবিল থেকে দেওয়া হবে ৬ কোটি টাকা। এটি দিয়ে প্রথম কিস্তিতে বেতন পরিশোধ করা হবে। ১০ কোটি টাকা দেবে অর্থ মন্ত্রণালয়। এটি দিয়ে অবশিষ্ট বকেয়া পরিশোধ হবে। পরে মালিকপক্ষ এই টাকা সরকারকে পরিশোধ করবে।

আর শ্রমিকদের ডিসেম্বর মাস থেকে কারখানার নিজস্ব আয় থেকে বেতন দেওয়া হবে বলে জানান শ্রম সচিব। বৈঠকের পর শ্রমিক প্রতিনিধিরা জানান, তারা অবরোধ তুলে নিয়েছেন।

বকেয়া বেতনের দাবিতে সোমবার তৃতীয় দিনের মতো গাজীপুরে মহাসড়ক অবরোধ করেন টিএনজেড অ্যাপারেলস কারখানার শ্রমিকরা। এর জেরে শনিবার থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মালেকের বাজার এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে শত শত যানবাহন আটকা পড়ে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সোমবার এলাকার ৪০টি কারখানা বন্ধ রাখা হয়।

Tag :
সর্বাধিক পঠিত

দেশ আর কখনো স্বৈরশাসনের পথে ফিরবে না: ড. ইউনূস

গাজীপুরের শ্রমিকদের বেতন পরিশোধের আশ্বাসে অবরোধ প্রত্যাহার

আপডেট: ০৪:০২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে ত্রিপক্ষীয় বৈঠকের পর অবশেষে গাজীপুরের শ্রমিক অসন্তোষের সমঝোতা হয়েছে। ৩০ নভেম্বরের মধ্যে বেতন পরিশোধের আশ্বাসে সড়ক অবরোধ তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন টিএনজেড অ্যাপারেলস কারখানার শ্রমিকরা।

শ্রম সচিব এ এইচ এম সফিকুজ্জামানের সঙ্গে বৈঠকের পর রাত সাড়ে ১০টায় শ্রমিকরা সড়ক অবরোধ প্রত্যাহার করলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। আন্দোলনরত শ্রমিকদের প্রতিনিধি এ ঘোষণা দেন।

সচিব এএইচএম সফিকুজ্জামানের সভাপতিত্বে সভায় টিএনজেড গ্রুপের চেয়ারম্যান হেদায়েতুল হক, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদ মিয়াসহ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে শ্রম সচিব জানান, পোশাক শ্রমিকদের বকেয়ার প্রথম কিস্তি রোববারের মধ্যে দেওয়া হবে। বাকি টাকা পরিশোধ হবে ৩০ নভেম্বরের মধ্যে।

শ্রম মন্ত্রণালয়, মালিক ও শ্রমিকদের এ বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরে শ্রম সচিব জানান, বেতন পরিশোধের জন্য টিএনজেড অ্যাপারেলস কর্তৃপক্ষকে মোট ১৬ কোটি টাকা ধার দেবে সরকার। এর মধ্যে কেন্দ্রীয় তহবিল থেকে দেওয়া হবে ৬ কোটি টাকা। এটি দিয়ে প্রথম কিস্তিতে বেতন পরিশোধ করা হবে। ১০ কোটি টাকা দেবে অর্থ মন্ত্রণালয়। এটি দিয়ে অবশিষ্ট বকেয়া পরিশোধ হবে। পরে মালিকপক্ষ এই টাকা সরকারকে পরিশোধ করবে।

আর শ্রমিকদের ডিসেম্বর মাস থেকে কারখানার নিজস্ব আয় থেকে বেতন দেওয়া হবে বলে জানান শ্রম সচিব। বৈঠকের পর শ্রমিক প্রতিনিধিরা জানান, তারা অবরোধ তুলে নিয়েছেন।

বকেয়া বেতনের দাবিতে সোমবার তৃতীয় দিনের মতো গাজীপুরে মহাসড়ক অবরোধ করেন টিএনজেড অ্যাপারেলস কারখানার শ্রমিকরা। এর জেরে শনিবার থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মালেকের বাজার এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে শত শত যানবাহন আটকা পড়ে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সোমবার এলাকার ৪০টি কারখানা বন্ধ রাখা হয়।